বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে আল-মুসলিম গ্রুপের অর্থ সহায়তা প্রদান
- আপডেট সময় : ০৮:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে আল-মুসলিম গ্রুপের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিতে আল-মুসলিম গ্রুপের কনফারেন্স রুমে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারকে ৫০ হাজার ও আহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ১৬ লক্ষ টাকা অর্থ সহায়তা তুলে দেন আল-মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লা্হ্।
এসময় আন্দোলনে আহত মেধাবীদের চাকরি প্রদান ও তাদের সার্বিক সহায়তার আশ্বাস দেন শেখ মোঃ আব্দুল্লাহ্। পরে আল-মুসলিম গ্রুপের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনাসহ নিহদতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর জামাল উদ্দিন,ফার্মেসী বিভাগের প্রফেসর মাসুম শাহরিয়ার, প্রফেসর শারমিন আক্তার শিমু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়ক অর্ণব,ইমন,সাভারে ট্যাংকে গুলিবিদ্ধ শহীদ ইয়ামিনের বাবা,আল-মুসলিম গ্রুপের পরিচালকবৃন্দ, প্রশাসন ও প্রোডাকশন বিভাগের জিএম,বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের পিতা-মাতা,আহত ছাত্র-জনতাসহ তাদের পরিবার বর্গ।