বিলুপ্তির প্রায় ৪০ বছরপর বিলদুয়ারিয়া গ্রামবাসীর মিলন মেলা ! আহবায়ক কমিটি গঠন
- আপডেট সময় : ০৫:৫০:১৮ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ২৯৩ বার পড়া হয়েছে
বিলুপ্তির প্রায় ৪০ বছর পর গ্রামের একে অপরের মিলন মেলা অংশগ্রন করলেন সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার বিলদুয়ারিয়া গ্রামের বাসিন্দরা। এ সময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। পুরাতন স্মৃতি চারণ আর একে অপরের খোজ খবর নিতে ব্যস্ত হয়ে পড়েন। এ মিলন মেলায় ওই সময়ের সামাজিক অবস্থান ও মুরুব্বিদের নিয়ে আলোচনা ও দোয়া প্রার্থনা করা হয়। তারা বলেন-গেন সময়ে আমাদের গ্রাম ছিলো আদর্শ গ্রাম। এ গ্রামে কোনদিন পুলিশের প্রয়োজন হয়নি। কোন অপরাধ ও হয় নাই । গ্রামের মুরুব্বিরা ছিলো সিদ্ধান্তে অটল অবস্থানে। এবং গ্রামের প্রত্যেক বাড়ির সাথে ছিলো প্রতিটি মানুষের আতœার ছোয়া। রাস্তার পাশ ঘিরে প্রায় ১২০ টি পরিবারের এ গ্রামের ছিলো সুনামের ইতিহাস । এখন ও এ গ্রামের মানুষ ছড়িয়ে ছিটিয়ে দেশের বিভিন্ন গুরুত্বর্পুর্ণ দায়িত্বে।
১নভেম্বর২০২৪ইং শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুর এ মিলন মেলাতে এসব স্মৃুতি চারন করেন।
সভার শুরুতেই বিলদুয়ারিয়া গ্রামের এ পর্যন্ত যে সমস্ত মানুষজন ইন্তেকাল করেছেন, তাদের জান্নাত লাভের জন্য মহান আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন জনাব কাওছার আলী জুয়েল। সভায় উপস্থিত ঢাকাস্থ বিলদুয়ারিয়ানগণ নিজ নিজ পরিচয় তুলে ধরেন ও স্মৃতিচারণ করেন। স্মৃতিচারণে জনাব নুরুল ইসলাম গ্রামের প্রধান মুরুব্বী মরহুম হাজী ওসমান গণি মুন্সীর গ্রামের প্রতি অবদান তুলে ধরেন। সভায় বক্তাগণ বিলদুয়ারিয়া গোল্ডেন ক্লাব শীর্ষক হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা এবং এই গ্রুপের উদ্যোগে বিলদুয়ারিয়া গ্রামের চরে বা এলাকার যে কোন সুবিধাজনক স্থানে একটি বিলদুয়ারিয়া সম্মেলন আয়োজনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অন্যান্যদের মধ্যে স্মৃতিচারণে অংশ নেন অবসরপ্রাপ্ত ফ্লাইট লেঃ জনাব শেখ মোঃ আব্দুস সাত্তার, জনাব মোঃ নুরুল ইসলাম(অবসরপ্রাপ্ত ব্যাংকার, প্রকৌশলী জনাব আব্দুস সামাদ নেদু, বিশিষ্ট ব্যবসায়ী জনাব বেলাল হোসেন, জনাব ফজলুল হক নৈদা, জনাব হায়দার আলী(অবসরপ্রাপ্ত বিমান বাহিনী কর্মকর্তা), বিআইডিএস এর রিসার্চ ডিরেক্টর ড. এস এম জুলফিকার আলী ও জনাব শরীফ শেখ। সভায় উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টি প্রতিদিন পত্রিকার প্রকাশন ও সম্পাদক এস এম আমিনুল মোমিন।
জানাগেছে, ১৯৮৫ইং সালে যমুনা নদীর ভাঙ্গনে বিলদুয়ারিয়া গ্রামটি বিলুপ্তি ঘটে। যার ফলে গ্রামের বাসিন্দারা জীবন জীবিকার তাগিদে ছুটে যান দেশের নানা অঞ্চলে। এ ভাবেই গ্রামের মানুষের মধ্যে সম্পর্কে দুরত্ব তৈরী । ভাটা পড়ে সম্পকের। তৎকালিন সময়ে ওই গ্রামের গোল্ডেন ক্লাব ছিলো। তারই ধারা বাহিকতায় প্রায় ৪০ বছর পরে এসে আবারে গড়ে তোলা হচ্ছে সেই ক্লাব। একত্রিক হচ্ছে গ্রামের সকল শ্রেনীর মানুষ। ধারনা করা হচ্ছে এ ক্লাবকে সামনে রেখেই গ্রামের মানুষ গুলো আবারো এক নতুন বিলদুয়ারিয়া সাজাতে উৎসব মুখর সময় পারকরছেন। এরই মধ্যে কমিটিও ঘোষনা করা হয়েছে।
নিচে কমিটির তালিকা দেওয়া হলো:
বিলদুয়ারিয়া মিলনমেলা/সম্মেলন সফলভাবে বাস্তবায়নের জন্য নিম্নোক্ত ০৬ সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক উপদেষ্টা কমিটি ও ১৫ সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক আহবায়ক কমিটি গঠন করা হয়।
৪। খ-১) অ্যাডহক উপদেষ্টা কমিটি:
সভাপতি : শেখ মোঃ আব্দুল কাদের
সদস্য-১. শেখ মোঃ আব্দুস সাত্তার
সদস্য-২. মোঃ নুরুল ইসলাম
সদস্য-৩. ড. এস এম জুলফিকার আলী
সদস্য-৪. শেখ মোঃ আব্দুস সামাদ নেদু
সদস-৫. শেখ মোঃ বেলাল হোসেন
৪। খ-২) অ্যাডহক আহবায়ক কমিটি:
আহবায়ক : জনাব শেখ মোঃ শরীফ উদ্দিন এনডিসি
যুগ্ম আহবায়ক : জনাব আমিনুল ইসলাম মুকুল
সদস্য১- জনাব এস এম কাওছার আলী জুয়েল
সদস্য ২-জনাব এস এম তারিকুল ইসলাম মিটন
সদস্য ৩-জনাব আনিসুর রহমান মাস্টার
সদস্য ৪-জনাব রবিউল হাসান
সদস্য ৫-জনাব লাকী খাতুন
সদস্য ৬- জনাব দেলশাদ আলী জুড়ান
সদস্য ৭- জনাব আব্দুস সালাম
সদস্য ৮- জনাব ফজলুল হক নৈদা
সদস্য ৯- জনাব আলী রেজা
সদস্য ১০- জনাব হায়দার আলী
সদস্য ১১- জনাব আতিকুল আলম মজনু
সদস্য ১২- জনাব মাহমুদুল ইসলাম
সদস্য ১৩- জনাব সোহেল বিন সাত্তার
উপরোক্ত অ্যাডহক কমিটিদ্বয়ে সকলের মতামতের ভিত্তিতে প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা যাবে