বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করলেন উপজেলা জামায়াত
- আপডেট সময় : ০৫:৫৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘির মুরইল ঈদগাহ মাঠে বিনা মূল্যে ৫০টি টিউবওয়েল বিতরণ করেছে আদমদীঘি উপজেলা জামায়াত। আদমদীঘি উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় মানুষের সুপেয় ও নিরাপদ পানি পান নিশ্চিত করতে উপজেলা জামায়াতের এমন উদ্যোগ। আজ (১ সেপ্টেম্বর) রোববার সকালে উপজেলার মুরইল ঈদগাহ মাঠে দুপচাঁচিয়ার গুনাহার ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মাদ আবু তাহের এসব টিউবওয়েল বিতরণ করেন। তিনি বলেন, বিতরণকৃত প্রত্যেকটি টিউবওয়েল বসানোর প্রয়োজনীয় খরচসহ দেওয়া হচ্ছে। নিরাপদ পানি নিশ্চিত করতে প্রথম পর্যায়ে নসরতপুর ও কুন্দুগ্রাম ইউনিয়নে ৫০টি এবং পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে দুই হাজার টিউবওয়েল বিতরণ করা হবে। এ ছাড়া যেসব মসজিদে ওযুর ব্যবস্থা নেই সেখানে ওযুখানার ব্যবস্থা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা জামায়াতের আমীর মাওলানা তরিকুল ইসলাম, নসরতপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক, উপজেলা জামায়াত নেতা মওলানা আতোয়ার রহমান, গোলাম মোস্তফা, এমদাদুল হক বাদশাসহ আরো অনেকে।