বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে দ্রুত দেশে ফেরত আনার দাবি জানান – রেজাউল করিম বাদশা
- আপডেট সময় : ০৯:১৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে
একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের মানুষ ১৭ বছর ধরে অপেক্ষা করছে। তাই অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। মঙ্গলবার বিকাল ৪টায় শেরপুর আলিয়া মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাদশা বলেন,দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে বিএনপি রাজপথে থেকে আন্দোলন করেছে। এই সময়ে দলের হাজার হাজার নেতা কর্মী হামলা মামলার শিকার হয়েছে। শত শত নেতা-কর্মী হত্যা ও গুম হয়েছে। এরই পথ ধরেই ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতন হয়েছে।
তিনি আরো বলেন, হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা এখনো সক্রিয় আছে। তাদের প্রত্যেকটি অপকর্মের বিচার না করতে পারলে গণ-অভ্যুত্থানের আকাঙ্খা পূরণ হবে না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অহেতুক বিতর্ক সৃষ্টি করে গণতন্ত্রের অগ্রযাত্রা বিলম্বিত করছে।
তিন বলেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল। কিন্তু আমাদের বিরুদ্ধে দেশী বিদেশি চক্রান্ত আরও সক্রিয় হয়েছে। জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।
তিনি অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে দ্রুত দেশে ফেরত নিয়ে আসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
শেরপুর উপজেলার বিএনপি,র সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায়।
এ কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-৫ ও বগুড়া-৬ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাড. এ কে এম মাহবুবর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শুভ, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশসহ মহিলা দল, কৃষকদল, তাঁতিদল, মৎসজীবি দলের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রেী কমিটির সদস্য মাহবুবার রহমান হারেজ, শেরপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য শফিকুল আলম তোতা, জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি, শেরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন, মাহবুবুর রহমান, সিনিয়ার যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজার রহমান নিলু, এ কে এম তৌহিদুজ জামান পলাশ, আবু সাঈদ, বদিউজ্জামান বদি, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, প্রবাসী কল্যাণ সম্পাদক কায়কোবাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, পৌর যুবলের আহবায়ক শাহাবুল করিম, জাকারিয়া মাসুদ, যুগ্ম আহবায়ক সবাইদুল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহাব্বত আলী সরকার, পৌর শ্রমিক দলের সভাপতি মুকুল হোসেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো: নুরুল ইসলাম নূর, যুগ্ম আহবায়ক শুয়াইব আহমেদ চপল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ কাউছার আলী কলিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাফিজুল আসিফ শাওন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, পৌর বিএনপি নেতা আব্দুল লতিফ, বিএনপি নেতা আফতাব হোসেন তালুকদার, আব্দুল ওহাব, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আক্তার পুটি, উপজেলা মহিলা দলেরনেত্রী মিষ্টি খাতুন প্রমুখ।