বালিয়াডাঙ্গীতে বিএসএফের গুলিতে নিহত রাজুর মরদেহ ফেরত পেল পরিবার
- আপডেট সময় : ১২:১৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ১২২ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে নিহত মো. রাজু (১৯) মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।
শনিবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার জগদল বিওপি সীমান্তে ৩৭৫ নং পিলার সংলগ্ন এলাকায় বিজিবি ও পুলিশের উপস্থিততে রাজুর মরদেহ হস্তান্তর করে বিএসএফ।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত রাজুর মরদেহ বিএসএফ দুদেশের পুলিশের উপস্থিতিতে বিজিবির কাছে হস্তান্তর করেছে। মরদেহ গ্রহণের পরপর নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এরআগে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় বিকেলে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে বিজিবি।
উল্লেখ্য, ৫ জুলাই ভোরে নাগরভিটা সীমান্তের ৩৭৬ নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে যান রাজুসহ কয়েকজন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে নিহত হন রাজু।