সংবাদ শিরোনাম ::
বানভাসিদের পাশে মুন্না
স্টাফ রিপোর্টার:
- আপডেট সময় : ০৮:৫১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
দেশের সর্বস্তরের মানুষ একসঙ্গে চলমান বন্যা পরিস্থিতির মোকাবিলা করছেন। বন্যার্তদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরাও। তাদেরই একজন নায়ক-প্রযোজক মাহবুবুর রশিদ মুন্না। বন্যার্তদের সহায়তায় টিম নিয়ে এই চিত্রনায়ক কুমিল্লার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ভালোবাসার হাত বাড়িয়েছেন। সদরঘাট থেকে লঞ্চ ভাড়া করে তিনি ত্রাণ নিয়ে যান। বন্যার্তদের উদ্ধারের পাশাপাশি শুকনা খাবার, কাপড়, পানি এবং ঔষধ নিয়ে তাদের পাশে দাঁড়ান মুন্না। বন্যাকবলিত কুমিল্লার বিভিন্ন জায়গায় বানভাসিদের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিয়েছেন এই অভিনেতা।
এ প্রসঙ্গে মুন্না বলেন, ‘মানুষের সামর্থ্য থাকলেও এই মুহূর্তে তারা খেতে পারছেন না। বন্যার পানিতে সবকিছু ভেসে গেছে। লঞ্চ থেকে ট্রলারে করে প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি। মানুষ ভালো নেই। আপনারা সবাই সামর্থ্য অনুযায়ী সবার পাশে দাঁড়ান।’