বাঙালী নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৩:১৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে
বগুড়ার শেরপুর উপজেলার বাঙালী নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার বিনোদপুর গ্রামের সাহেব বাড়ির ঘাট বাঙালী নদীতে এই দুর্ঘটনা ঘটে।
এলাকার লোকজন বিষয়টি নিশ্চিত করিয়েছেন।
মৃত শিশুটি উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের সিজাব হোসেনের ছেলে সিয়াম হোসেন (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ১০/১২ জন শিশুর সঙ্গে বাড়ির পাশে খেলতে যায় সিয়াম। খেলা শেষে বাঙালী নদীতে গোসল করতে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায়। এরপর অনেক সময় পেরিয়ে গেলেও বাসায় না ফেরায় বাড়ির লোকজন তাকে খুঁজতে শুরু করে।
পরে সাহেববাড়ি ঘাট বাঙালি নদীতে অনেক খোঁজাখুঁচির পরে একপর্যায়ে নদীর মধ্যে থেকে শিশুটিকে এলাকাবাসী উদ্ধার করে।
এ বিষয়ে সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জিন্নাহ জানান, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করিয়াছেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, আমরা চেয়ারম্যানের মাধ্যমে জানতে পেড়ে সেখানে পুলিশ পাঠিয়েছি।