সংবাদ শিরোনাম ::
বন্যাকবলিত এলাকার জন্য ছাত্রশিবিরের হেল্পলাইন চালু
ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০২:০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
টানা বৃষ্টি এবং ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় দেশের ফেনী, নোয়াখালীসহ দেশের ৯টি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এমন অবস্থায় কয়েক লাখ মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যাকবলিত এলাকায় উদ্ধারকাজ ও জরুরি সেবার জন্য হেল্পলাইন চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকে কেন্দ্রীয় সংগঠনের তত্ত্বাবধানে এ কার্যক্রম শুরু হয়েছে।
জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা সিটি ও জেলাসহ প্রাথমিকভাবে দেশের বন্যাকবলিত ৫টি জেলার উদ্ধারকাজ বিষয়ে যে কোনো সেবা গ্রহণের জন্য ছাত্রশিবিরের হটলাইন নম্বর চালু থাকবে।
যে কোনো প্রয়োজনে নিন্মোক্ত নাম্বারসমূহে যোগাযোগ করতে অনুরোধ করা হয়।