স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতা সুবর্নজয়ন্তী উদযাপন করেছে উপজেলা প্রশাসন। ২৬ মার্চ শুক্রবার ভোর ৬ টায় ৩১ বার তপোধ্বনীর মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয় এই অনুষ্ঠান।
৬ টা ১ মিনিটে উপজেলা নির্বাহি অফিসার মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান প্রধান অতিথি হিসেবে প্রথমে উপজেলা পরিষদ শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানান।
পর্যায়ক্রমে শেরপুর উপজেলা প্রশাসন, বীর মুক্তযোদ্ধাগন, উপজেলা আওয়ামীলীগ, শেরপুর থানা, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শেরপুর উপজেলা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, নেসকো, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অন্যান্য পেশাজীবি সংগঠনের নেতাকর্মরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সংক্ষিপ্ত আলোচনা ও মোনাজাত অনুষ্ঠিত হয়।