বগুড়া শেরপুরে চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদের মনোনয়নপত্র জমা
- আপডেট সময় : ১২:৩২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ২১৪ বার পড়া হয়েছে
চতুর্থ ধাপে শেরপুর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন বুধবার অনুষ্ঠিত হবে।
চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ তার প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন। গত ৮ মে অনলাইনে নির্বাচন কমিশনের ওয়েব সাইটের মাধ্যমে এই মনোনয়নপত্র দাখিল করেন।
আজ ৯ মে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের মোঃ সুমন জিহাদীর কাছে এই মনোনয়ন পত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট গোলাম ফারুক, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী (মন্টু), সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুকবুল হোসেন, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান দুলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবিরসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।