বগুড়া শেরপুরে উপজেলা পরিষদ নির্বাচনে শাহ্ জামাল সিরাজী চেয়ারম্যান নির্বাচিত
- আপডেট সময় : ০৯:১৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ বা শেষ ধাপের নির্বাচন।
গত ৫ জুন বুধবার সকাল আটটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই ভোট সম্পূর্ণ হয়।
বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ শাহ জামাল সিরাজী মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪০ হাজার ১৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ আনারস প্রতীক নিয়ে ৩৮হাজার ৭৫১ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি (তালা ) প্রতীকে ২৭ হাজার ৫০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাড়িদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম কিরণ ১৯ হাজার ২৮২ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নূরুন নাহার শিখা, হাঁস প্রতীকে ৩১ হাজার ৮৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ময়না খাতুন ১৯ হাজার ৯৬৩ ভোট পেয়েছেন।
সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরহীন ভাবে চলে বিকেল ৪ টা পর্যন্ত। প্রত্যক্ষ ব্যালট পেপারের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটে অংশগ্রহন করেন সাধারণ ভোটাররা।
শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনের নির্বাচনী কন্ট্রোল রুম থেকে বুধবার রাত ১২টায় বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী। ঘোষিত ফলাফলে এ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শাহ জামাল সিরাজী।
উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজারের উপরে। ঘোষিত ফলাফলে ৮১ হাজার ৯২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । এর মধ্যে বাতিল বলে বিবেচিত হয় ২ হাজার ৮৯৯ ভোট । এ উপজেলায় ভোটের হার ছিল ২৮ দশমিক ৯২ শতাংশ।