বগুড়ায় শাজাহানপুরে গলা কেঁটে বৃদ্ধকে হত্যা!
- আপডেট সময় : ০১:০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে
বগুড়ার শাজাহানপুরে আবুল কালাম কালা (৭০) নামের এক বৃদ্ধকে গলা কেঁটে রহশ্য জনকভাবে হত্যা করা হয়েছে।
১২নভেম্বর মঙ্গলবার ভোর রাতে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ (উত্তর পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের খবর পেয়ে মঙ্গলবার সকালে শাজাহানপুর থানা পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের লাশ উদ্ধার করে।
নিহত আব্দুল কালাম কালা (৭০) এলাকার পিতা মৃত ছইমউদ্দিনের ছেলে।
নিহতের স্ত্রী (সহধর্মিণী) জাহানারা জানান প্রতি দিনের ন্যায় সোমবার রাতে খাবার খেয়ে ঔষধ খেয়ে ঘুমাতে যায় আবুল কালাম কিন্তু রাতে প্রকৃতির ডাকে সারা দিতে বাহিরে বের হয়ে আছে পরে আমি (জাহানারা) বুঝতে পেরে বসতবাড়ির আশে পাশে খুঁজতে থাকে একপর্যায়ে বাড়ির উঠানে নিথর ভাবে লুটিয়ে পরে থাকতে দেখা যায় নিহত আবুল কালাম (কালা) কে পরিবারের দাবি জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ কালামকে হত্যা করা হয়েছে।
শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত ) মাসুদ জানান, সকালে আমরা খবর পায় একজনের মরাদেহ পরে আছে তার বাড়ির উঠানে।
দ্রুত ঘটনা স্হলে গিয়ে লাশ উদ্ধার করে শাজাহানপুর থানা পুলিশ। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় নিহতের লাশ সুরতহাল (রিপোর্টের জন্য) শমিজেক শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের র্মগে পাঠানো হয়েছে।