বগুড়া জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান মালিক সমিতির নির্বাচিত সভাপতি তোতা, সম্পাদক শিরু
- আপডেট সময় : ০২:০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে
বগুড়া জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার টোলারগেট সমিতির নিজস্ব কার্যালয়ে সাবেক সহ-সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও খায়রুল আলম চায়নার সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব শফিকুল আলম তোতা, আলহাজ্ব শফিকুল ইসলাম শিরু, মালিক আবু সাঈদ, রাঙ্গা ড্রাইভার, শেখ মিজানুর রহমান বাবু, আব্দুস সাত্তার, নূরনবী আকন্দ, আব্দুল মালেক ক্যাঞ্চা, আরিফুর রহমান আরিফ, জাহিদুল ইসলাম, মোতাহার হোসেন, বকুল হোসেন, রাজু আহম্মেদ, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, নুরু, সেলিম প্রমুখ।
সাধারণ সভায় উপস্থিত মালিকদের সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য সভাপতি হিসেবে আলহাজ্ব শফিকুল আলম তোতা ও সাধারণ সম্পাদক হিসেবে আলহাজ্ব শফিকুল ইসলাম শিরুর নাম ঘোষনা করেন।
পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করবেন।
বক্তারা বলেন, ঐতিহ্যবাহী একটি সংগঠনকে দলীয়করণের মাধ্যমে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সংগঠনের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। অনেক মালিকদের কাছ থেকে টাকা নিলেও মালিক সমিতের খাতায় কোন জমা হয়নি। প্রায় লক্ষাধিক টাকার মত বিভিন্ন রেস্টুরেন্ট, মনোহারী দোকান, ফলের দোকান ও চায়ের দোকানে বাকি রয়েছে।