বগুড়ার শেরপুরে সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিনামূল্যে বৃক্ষ রোপণ
- আপডেট সময় : ১১:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানে সেচ্ছাসেবী সংগঠন সোনালী সংসদের উদ্যোগে আজ ১৪ অক্টোবর সোমবার সারাদিন ব্যাপী বিনামূল্যে তিন শতাধিক নানা প্রজাতির বৃক্ষ রোপণে ও পরিচর্যা কর্মসূচি পালন করা হয়েছে।
সংগঠনটির সভাপতি সাইফুল ইসলামের দিকনির্দেশনায় কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগীতা করেন সংগঠনের কার্যনিবার্হী সদস্য শাহিনুর ইসলাম, বন-পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম সৈকত, ধর্মীয় সম্পাদক আঃ মোমিনসহ অন্য সদস্যরা। বিনামূল্যে রক্তদান, মাদকের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা, ইউনিয়নের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সিটিজেন চার্টার অনুযায়ী সেবা প্রাপ্তিদের নিশ্চিত করাসহ বেশ কিছু লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করছেন এই ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় দুই শতাধিক যুবক। স্বেচ্ছাসেবী এ সংগঠনের সাথে রয়েছে ওই ইউনিয়নের সব শ্রেণির ও পেশাজীবী মানুষ।
এবিষয়ে খানপুর ইউনিয়ন সোনালী সংসদের সভাপতি সাইফুল ইসলাম জানান, বৃক্ষ নেই, প্রাণের অস্তিত্ব নেই, মানুষের সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য যেসব মৌলিক চাহিদা রয়েছে তার অধিকাংশই পূরণ করে বৃক্ষ। তাই মানব জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই আমাদের সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।