বগুড়ার শেরপুরে বালু উত্তোলনকারীর বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ১০:২৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
বগুড়ার শেরপুরে বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম।
শুক্রবার (১০ মে) গোপন সংবাদের ভিত্তিতে খানপুর ইউনিয়নের বড়ইতলী গ্রাম সংলগ্ন বাঙালি নদীতে অবৈধভাবে বালুতোলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। এ সময়, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত এক্সক্যাভেটর ও ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেয়া হয়েছে এবং বড়ইতলি গ্রামের জেল হোসেনের ছেলে মো: মন্নাফ হোসেন এবং গজারিয়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ বক্কর এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম।