বগুড়ার শেরপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
- আপডেট সময় : ১১:১৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
বগুড়ার শেরপুরে উপজেলার ১০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। গতকাল ১১ জানুয়ারি শনিবার বিকেল ৪ টায় ধুনটমোড় বন্দর মটর শ্রমিক কল্যাণ সংস্থার কার্যালয়ে হতে হুইল চেয়ার বিতরণ পূর্ববর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ¦ জানে আলম খোকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, পৌর বিএনপির সাধারন সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান মিলন, ধুনট মোড় বন্দর মটর শ্রমিক কল্যাণ সংস্থার উপদেষ্ঠা রুহুল আমিন সিটু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মন্ডল, সাবেক উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আরিফ, আব্দুল মোন্নাফ আকন্দ, বন্দর মটর শ্রমিক কল্যাণ সংস্থার সভাপতি শওকত খন্দকার, সাধারণ সম্পাদক রাজু মোল্লা, শ্রমিক নেতা মিন্টু সেখ, শাকিল আহম্মেদ, মোয়াজ্জেম হোসন, সেলিম রেজা, হাফিজার প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১০ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দরা।