বগুড়ার শেরপুরের পৌর মেয়র জানে আলম খোকা ১মাস ২৩ দিন পর দায়িত্ব ফিরে পেলেন
- আপডেট সময় : ১০:২৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ১৩৯ বার পড়া হয়েছে
বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আহমেদ জুয়েল১ মাস ২৩ দিন পর নিজের দায়িত্ব ফিরে পেলেন।
দুর্নীতির অভিযোগ গত ১২ মে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়। হাই কোর্টের আদেশের প্রেক্ষিতে তাদেরকে স্বপদে বহাল রাখার আদেশ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।
গতকাল ৩ জুলাই স্থানীয় সরকার বিভাগের উপসচিব আব্দুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা ফয়জুল ইসলাম। মন্ত্রণালয়ের আদেশের প্রেক্ষিতে ৪ জুলাই বেলা সাগে ১২ টায় পৌর মেয়েরর দায়িত্ব গ্রহণ করেন জানে আলম খোকা। সাথে ফিরোজ আহমেদ জুয়েলও দায়িত্ব গ্রহণ করেন। এসময় পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানে আলম খোকা ও ফিরোজ উদ্দীন আহমেদ জুয়েলের হাই কোর্টে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্তের আদেশ ৬ মাসের জন্য স্থগিত রাখে আদালত। সেই সাথে তাদেরকে দায়িত্ব পালনের ব্যবস্থা করার জন্য নির্দেশ দেওয়া হয়। আদালতের রায়ের প্রেক্ষিতে এই প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।
দায়িত্ব গ্রহণ করার পর পৌর মেয়র জানে আলম খোকা বলেন, পৌর নাগরিকগণ আমাকে বিপুল ভোট নির্বাচিত করে মেয়রের দায়িত্ব দিয়েছে। কিন্তু একটি মহল ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। মহামান্য হাইকোর্টের আদেশে আমি আবার ফিরে এসেছি। জনগণকে সাথে নিয়েই সকল ষড়যন্ত্র নস্যাৎ করা হবে। আগামী যে কয়দিন আমি মেয়র হিসেবে দায়িত্বে আছি পৌরসভার রাস্তা ঘাট ও ডেন এর ব্যাপক উন্নয়ন করা হবে।