ঢাকা ১১:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত আদমদীঘিতে হেরোইন সহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাতক্ষীরা ট্রাক ট্রাকংকলরী শ্রমিক ইউনিয়নের একপেশে ও পাতানো নির্বাচনের অভিযোগ নওগাঁয় বহুল আলোচিত যুবদল নেতা হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন জয়পুরহাট আক্কেলপুরে সড়ক দুর্ঘটনায় এক ট্রাক্টর চালক নিহত হট্টগোল ও বিশৃঙ্খলার মধ্যে পালিত হল সাতক্ষীরা মুক্ত দিবস পালিত ভারতের সঙ্গে সম্পর্ক হবে প্রতিবেশীর মতো: বগুড়ায় সারজিস আলম আদমদীঘি সাঁওইল হাটবাজারে শীতবস্ত্র বেচাকেনা জমতে শুরু করেছে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নোতি পেলেন শিবগঞ্জের ইউ এন ও আদমদীঘি উপজেলা প্রশাসন ও কলেজ শিক্ষকদের মাঝে প্রীতি ভলিবল টুর্ণামেন্ট

বগুড়ার ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম অস্ত্রোপচারে কন্যা সন্তানের জন্ম

বগুড়া ধনুট প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৮:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ৭০ বার পড়া হয়েছে

Oplus_0

বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার পর প্রথম বারের মতো এক প্রসূতির সিজারের মাধ্যমে অপারেশন থিয়েটার (ওটি) চালু করা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে সফল অস্ত্রোপচারের মাধ্যমে রোজিনা খাতুন (২৯) নামে এক প্রসূতি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ওই প্রসূতি উপজেলার ধুনট ইউনিয়নের বিলকাজুলী গ্রামের বেনজির আহম্মেদের স্ত্রী। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন।

অপারেশনের দায়িত্ব পালন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক, সার্বিক দায়িত্বে ছিলেন অত্র হাসপাতালের কনসালটেন্ট (গাইনী) ডা. মোকছেদা খাতুন, অজ্ঞান বিষয়ের কনসালটেন্ট (এনেসথেশিয়া) ডা. মোঃ আনোয়ারুল হক ও আবাসিক মেডিকেল অফিসার ডা. এন.এ.এম আবুল বাসারসহ কয়েকজন নার্স সহযোগিতা করেন। অপারেশন থিয়েটার থেকে প্রসূতিসহ নবজাতককে হাসপাতালের কেবিনে রাখা হয়েছে।

নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এখানেই প্রসূতি এবং নবজাতককে সেবা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সফল অপারেশনের সংবাদ ছড়িয়ে পড়লে পুরো এলাকা জুড়ে যেন এক প্রকার স্বস্তি নেমে আসে।

স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম অস্ত্রোপচারে প্রথম জন্ম নেওয়া শিশুটির বাবা বেনজির আহম্মেদ বলেন, প্রথমে কিছুটা ভয়ে ছিলাম কারণ হাসপাতালে প্রথম সিজার এটি। সুষ্ঠুভাবে সিজার সম্পন্ন হওয়ার পর খুবই উপকৃত হয়েছি। অন্য কোথায়ও সিজার করলে ১৫-২০ হাজার টাকা খরচ হতো। কিন্তু হাসপাতালে ফ্রি সেবা পেয়েছি।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ১৯৬৪ সালে প্রতিষ্ঠত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০০৪ সালে ৩১ শয্যা থেকে ৫০-এ উন্নীত করা হয়েছে। সরকার প্রায় এক যুগ আগে অপারেশন থিয়েটার নির্মান করে সেখানে আধুনিক মানের যন্ত্র বরাদ্দ দেয়। কিন্ত নানা সমস্যা সংকটের কারণে কোনো ধরনের অপারেশন হচ্ছিল না। এক বছর আগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক যোগদানের পর তিনি বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে অবশেষে ৮ আগষ্ট অপারেশন থিয়েটারের উদ্বোধন করা হয়।

ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক দৈনিক দৃষ্টি প্রতিদিনকে বলেন, এখানে সুন্দরভাবে নরমাল ডেলিভারি করানো হয়। তবে কোন গর্ভবতীর সন্তান প্রসবে সমস্যা হলে স্বাস্থ্য কমপ্লেক্সেই সিজারের ব্যবস্থা করা হয়। এখন থেকে গর্ভবতী মায়েরা প্রয়োজনে নিয়মিত সিজার করতে পারবেন। এই অপারেশন কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ads

বগুড়ার ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম অস্ত্রোপচারে কন্যা সন্তানের জন্ম

আপডেট সময় : ০৮:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার পর প্রথম বারের মতো এক প্রসূতির সিজারের মাধ্যমে অপারেশন থিয়েটার (ওটি) চালু করা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে সফল অস্ত্রোপচারের মাধ্যমে রোজিনা খাতুন (২৯) নামে এক প্রসূতি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ওই প্রসূতি উপজেলার ধুনট ইউনিয়নের বিলকাজুলী গ্রামের বেনজির আহম্মেদের স্ত্রী। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন।

অপারেশনের দায়িত্ব পালন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক, সার্বিক দায়িত্বে ছিলেন অত্র হাসপাতালের কনসালটেন্ট (গাইনী) ডা. মোকছেদা খাতুন, অজ্ঞান বিষয়ের কনসালটেন্ট (এনেসথেশিয়া) ডা. মোঃ আনোয়ারুল হক ও আবাসিক মেডিকেল অফিসার ডা. এন.এ.এম আবুল বাসারসহ কয়েকজন নার্স সহযোগিতা করেন। অপারেশন থিয়েটার থেকে প্রসূতিসহ নবজাতককে হাসপাতালের কেবিনে রাখা হয়েছে।

নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এখানেই প্রসূতি এবং নবজাতককে সেবা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সফল অপারেশনের সংবাদ ছড়িয়ে পড়লে পুরো এলাকা জুড়ে যেন এক প্রকার স্বস্তি নেমে আসে।

স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম অস্ত্রোপচারে প্রথম জন্ম নেওয়া শিশুটির বাবা বেনজির আহম্মেদ বলেন, প্রথমে কিছুটা ভয়ে ছিলাম কারণ হাসপাতালে প্রথম সিজার এটি। সুষ্ঠুভাবে সিজার সম্পন্ন হওয়ার পর খুবই উপকৃত হয়েছি। অন্য কোথায়ও সিজার করলে ১৫-২০ হাজার টাকা খরচ হতো। কিন্তু হাসপাতালে ফ্রি সেবা পেয়েছি।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ১৯৬৪ সালে প্রতিষ্ঠত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০০৪ সালে ৩১ শয্যা থেকে ৫০-এ উন্নীত করা হয়েছে। সরকার প্রায় এক যুগ আগে অপারেশন থিয়েটার নির্মান করে সেখানে আধুনিক মানের যন্ত্র বরাদ্দ দেয়। কিন্ত নানা সমস্যা সংকটের কারণে কোনো ধরনের অপারেশন হচ্ছিল না। এক বছর আগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক যোগদানের পর তিনি বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে অবশেষে ৮ আগষ্ট অপারেশন থিয়েটারের উদ্বোধন করা হয়।

ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক দৈনিক দৃষ্টি প্রতিদিনকে বলেন, এখানে সুন্দরভাবে নরমাল ডেলিভারি করানো হয়। তবে কোন গর্ভবতীর সন্তান প্রসবে সমস্যা হলে স্বাস্থ্য কমপ্লেক্সেই সিজারের ব্যবস্থা করা হয়। এখন থেকে গর্ভবতী মায়েরা প্রয়োজনে নিয়মিত সিজার করতে পারবেন। এই অপারেশন কার্যক্রম অব্যাহত থাকবে।