বগুড়ার ধুনটে বিএনপি নেতার শীত বস্ত্র বিতরণ
- আপডেট সময় : ১১:৫৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
বগুড়া ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নে অসহায় ব্যক্তিদের মাঝে বিএনপি নেতার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (০৩ই জানুয়ারি) সম্রাট এন্ড সুমন ট্রেডার্সের আয়োজনে উপজেলার নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এলাঙ্গী ইউনিয়নের দুই হাজার দুঃস্থ অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ.কে.এম তৌহিদুল আলম মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর আহেমদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাদাৎ হোসেন পিষ্টন, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আইয়ুব হোসেন, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম।
এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বকুল হোসেন, এলাঙ্গী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদিক ওমর ফারুক, সমাজ সেবক আলহাজ্ব এ.কে.এম ফিরোজ, শাহেদ মাহমুদ সুমনসহ যুবদল, ছাত্রদল কৃষকদল বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।