বগুড়ায় মোবাইলে প্রেমের সম্পর্ক বিবাহের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে
- আপডেট সময় : ১০:১৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪ ৬৬০ বার পড়া হয়েছে
বগুড়া শহরের চকলোকমান এলাকার এক যুবতী মোবাইলে প্রেম করে সর্বস্ব খুইয়ে থানায় অভিযোগ করেছে বলে জানা গেছে ।
অভিযোগের বর্ননা অনুসারে, বিগত ৭/৮ মাস পূর্বে শাহজাহানপুর উপজেলার মোঃ সাইদুল ইসলামের ছেলে মোঃ নাজমুল হাসান (নয়ন) এর সাথে মোবাইলের মাধ্যমে পরিচয়, কথাবার্তা এবং তার সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সম্পর্ক চলা কালে গত ইং ১০/০৪/২০২৪ তারিখ সকাল অনুমান ০৬.০০ ঘটিকার সময় বিবাদী বগুড়া সদর থানাধীন চকলোকমান কলোনী যুবতীর নিজ বাসায় এসে তাকে বিবাহের প্রলোভন দিয়ে, ফুসলাইয়া ফাসলাইয়া, শয়ন কক্ষের ভিতরে তার সঙ্গে একাধীকবার শারীরিক সম্পর্ক করে।
পরবর্তীতে বিবাদীকে বিবাহের কথা বললে বিবাদী পুনরায় বিবাহের আশ্বাস দিয়ে বাসা হতে চলে যায়। এর পর হতে যুবতী বিবাদীকে বিবাহের কথা বললে বিবাদী বিভিন্ন ধরনের তালবাহানা করে বিষটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।
এ ভাবে কিছু দিন অতিবাহিত হওয়ার পর বিবাদী যোগাযোগ বন্ধ করে দেয়। গত ১৯ এপ্রিল ২০২৪ তারিখ বিকাল অনুমান ৫.০০ ঘটিকার সময় বিবাদীর ফোন নম্বরে ফোন করে বিবাদীকে বিবাহের কথা বললে বিবাদী অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরনের ভয়-ভিতি, হুমকি-ধামকি প্রদান পূর্বক বিবাহ করতে অস্বীকার করে।
এমতাবস্থায় বাদী নিরুপায় হয়ে গত ৩০ এপ্রিল ২০২৪ বগুড়া সদর থানায় উপস্থিত হয়ে উক্ত নাজমুল ইসলাম (নয়ন)কে বিবাদী করে অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে জানতে চাইলে বিবাদী নাজমুল হাসান (নয়ন) জানান , ওই মেয়ের সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক ছিল , বন্ধুত্বের সম্পর্ক সূত্র ধরে উনার সাথে বন্ধু হিসেবে শুধু আমার দেখা-সাক্ষাৎ করেছি উনি যে অভিযোগ এনেছে এটা সম্পন্নই মিথ্যা।
এই মামলায় তদন্তকার কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম বলেন আমি অভিযোগ পেয়েছি বিবাদী পক্ষকে ফাঁড়িতে ডাকা হয়েছিল ওনারা আসে নাই বাদীকে আমি ফাঁড়িতে আসতে বলেছি ওনাকে নিয়ে আমি ওসি স্যারের সাথে কথা বলবো।
এ প্রসঙ্গে জানতে চাইলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ দৃষ্টি প্রতিদিন কে বলেন অনেকগুলো অভিযোগ আছে তো এই অভিযোগ সম্পর্কে আমি কিছু জানি না ।