সংবাদ শিরোনাম ::
বগুড়ায় বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:২১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
বগুড়ার গাবতলীতে বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাগইল ইউনিয়নের মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- মিরপুর এলাকার আব্দুল্লাহেল কাফির মেয়ে প্রত্যাশা এবং একই এলাকার মামুন ইসলামের মেয়ে নিশা। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল। স্থানীয়দের বরাতে তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তিন শিশু স্থানীয় বিলে গোসল করতে গেলে দুই জন পানিতে তলিয়ে যায়।
অপর শিশুর কান্নার আওয়াজে স্থানীয়রা এগিয়ে এসে দুই মৃত শিশুকে উদ্ধার করে। ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ শিশু দুইটির মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।