ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদমদীঘিতে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান ইউনিয়ন পরিষদের রায় ছাড়াই রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে কুরআন ছবক অনুষ্ঠিত ধুনটে তিনদিন ব্যাপী ইজতেমা শুরু জেইউবি প্রীতি ক্রিকেট ম্যাচের জার্সি ও ক্যাপ উন্মোচন  পোরশায় ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ ম্যাজিষ্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করায় ৩ প্রতারক গ্রেপ্তার বিজয়ের মাসে নীরবে কাঁদছে বিজয়ের জীবন্ত স্মারক তালগাছ গুলো নওগাঁয় বিজিবি’র অভিযানে ২৩০ বোতল ফায়ারডিল ও মাদকদ্রব্যসহ চার জন আটক নওগাঁ মান্দা উপজেলায় অবৈধ ভাবে বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ও অর্থ দন্ড প্রদান

বগুড়ায় প্রথম আলোর অফিস ভাঙচুর

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৪৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে

বগুড়ায় প্রথম আলোর অফিসে হামলা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার (২৫ নভেম্বর) রাত পৌণে ১১টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে অফিসের ডিজিটাল সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত ও দেয়ালে ব্যবহার করা কাঁচ পাথর নিক্ষেপ করে ভেঙেছে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে পুলিশ। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ বলেন, আমরা গতকাল থেকেই হামলার আশংকায় ছিলাম৷ এ ব্যাপারে পুলিশ সুপার ও ওসিকে অবগত করে নিরাপত্তা নিশ্চিত করতেও অনুরোধ করেছিলাম। কিন্তু আজ পুলিশের সহযোগিতা না পাওয়ায় আমাদের অফিসে হামলা চালিয়েছে। তিনি আরও জানান আমরা সচরাচর রাত ১১টা পর্যন্ত অফিসে থাকার চেষ্টা করি। কিন্তু আজ হামলা আংশকায় পৌণে ৯টার দিকেই বাসাতে চলে যাই৷ পরে জলেশ্বরীতলা ব্যবসায়ী মালিক সমিতির এক নেতা ফোন করে জানান আমাদের অফিসে হামলা চালানো হয়েছে৷ হামলাকারীরা কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসেছিল৷ তারা পাথর নিক্ষেপ করে ডিজিটাল সাইনবোর্ড ও কাঁচের দেয়াল ভেঙে ফেলেছে। এ ব্যাপারে আমরা প্রথম আলোর হেড অফিসে অবগত করেছি।

বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সিরাজুল হক জানান, পুলিশের একাধিক টিম এ ব্যাপারে কাজ শুরু করেছে৷ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ads

বগুড়ায় প্রথম আলোর অফিস ভাঙচুর

আপডেট সময় : ০৩:৪৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

বগুড়ায় প্রথম আলোর অফিসে হামলা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার (২৫ নভেম্বর) রাত পৌণে ১১টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে অফিসের ডিজিটাল সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত ও দেয়ালে ব্যবহার করা কাঁচ পাথর নিক্ষেপ করে ভেঙেছে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে পুলিশ। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ বলেন, আমরা গতকাল থেকেই হামলার আশংকায় ছিলাম৷ এ ব্যাপারে পুলিশ সুপার ও ওসিকে অবগত করে নিরাপত্তা নিশ্চিত করতেও অনুরোধ করেছিলাম। কিন্তু আজ পুলিশের সহযোগিতা না পাওয়ায় আমাদের অফিসে হামলা চালিয়েছে। তিনি আরও জানান আমরা সচরাচর রাত ১১টা পর্যন্ত অফিসে থাকার চেষ্টা করি। কিন্তু আজ হামলা আংশকায় পৌণে ৯টার দিকেই বাসাতে চলে যাই৷ পরে জলেশ্বরীতলা ব্যবসায়ী মালিক সমিতির এক নেতা ফোন করে জানান আমাদের অফিসে হামলা চালানো হয়েছে৷ হামলাকারীরা কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসেছিল৷ তারা পাথর নিক্ষেপ করে ডিজিটাল সাইনবোর্ড ও কাঁচের দেয়াল ভেঙে ফেলেছে। এ ব্যাপারে আমরা প্রথম আলোর হেড অফিসে অবগত করেছি।

বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সিরাজুল হক জানান, পুলিশের একাধিক টিম এ ব্যাপারে কাজ শুরু করেছে৷ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।।