বগুড়ায় তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৪১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ কর্মশালা উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ জানুয়ারি বুধবার সকালে থেকে সাড়া দিন এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ১ মোঃ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিশালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিক খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মজিদ, বিশালপুর ইউনিয়ন বিএনপি,র সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ইউনিয়ন বিএনপি,র সিনিয়ার সহ-সভাপতি আবদুল মজিদ (ডাক্তার), সহ-সভাপতি মোঃ মজিবর রহমান, উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবুজার গাফফারী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা কেন্দ্রীয় এসোসিয়েশনের মহাসচিব মোঃ আব্দুল মোমিন, বগুড়া এসোসিয়েশন এর সহ-সভাপতি মোঃ সাজেদুল ইসলাম, বিশালপুর ইউনিয়ন ভূমি কমকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য মোঃ আনিছুর রহমান বাবলু, বিশালপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা সহ বিশালপুর ইউনিয়ন এর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, বিরাকের উচ্চ বিদ্যালয় মোছাঃ নিশাত তাসনিন (মাইশা), এস এম তামিম হাসান, পাঁচ দেউলী উচ্চ বিদ্যালয়ের মোছাঃ মনোয়ারা জাহান (মিতু), মোছাঃ আয়শা খাতুন, শ্রী তমা সরকার, মোঃ সাকিবুল হাসান, মোছাঃ শামিমা আক্তার, রুহুল আমিন প্রমুখ সহ আরও অনেকে।
এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদে ইউপি সদস্য বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার মধ্যে পুরস্কার করেন প্রধান অতিথি।