স্টাফ রিপোর্টার: বগুড়া ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৩৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ৬ এপ্রিল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার’র সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি,বগুড়ার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদকবিরোধী অভিযানে ১৩৫ (একশত পঁয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩(তিন) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম ৫এপ্রিল বেলা ৩ টার সময় বগুড়া সদর থানাধীন সাবগ্রাম চারমাথাস্থ আকাশ তারা নিবাসী জনৈক মোহাম্মদ নূরুল ইসলামের ছেলে মোঃ রানার (৩০), রড সিমেন্টের দোকানের সামনে হইতে ১৩৫(একশত পঁয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ বগুড়া জেলার গাবতলী উপজেলাধীন পদ্মপাড়া পশ্চিম পাড়া গ্রামের মৃত বিল্লাল হোসেন ওরফে বেলাল হোসেনের ছেলে মোঃ ওমর আলী (৩৬), বগুড়া সদর উপজেলার আশোকোলা উত্তর পাড়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ শামিম ইসলাম(২৪), এবং সদর উপজেলাধীন ঝকঝক জিগাতলা গ্রামের আব্দুল হান্নানের ছেলে মোহাম্মদ সুজন সরকারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক আজ আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। উল্লেখ্য গ্রেফতারকৃত আসামী ১। মোঃ ওমর আলীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় ০১(এক) টি, গাবতলী মডেল থানায় ০১(এক) টি মোট ০২(দুই)টি, ২। মোঃ শামিম ইসলাম এর বিরুদ্ধে বগুড়া সদর থানায় ০১(এক) টি এবং ৩। মোঃ সুজন সরকার এর বিরুদ্ধে বগুড়া সদর থানায় ০১(এক) টি, গাবতলী মডেল থানায় ০১(এক) টি মোট ০২(দুই)টি সহ আসামীদের বিরুদ্ধে সর্বমোট ০৫(পাঁচ)টি পৃথক পৃথক মামলা রয়েছে।
সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি ডিবি মোঃ আব্দুর রাজ্জাক।