ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় জমিজমা সংক্রান্ত জের ধরে কৃষি কর্মকর্তাকে মারপিট

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৯:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের চৌকিবাড়ি এলাকায় এক কৃষি কর্মকর্তা সহ তার পরিবারের উপর হামলা চালিয়ে আহত করেছে।

সরজমিনে জানা যায়, চৌকিবাড়ী মৌজা: ২৬০ খতিয়ান ২৪০০/৩১২০ দাগে চৌকিবাড়ী গ্রামের মৃত মকবুল খাঁর দলিলকৃত মোট ২৮ শতক জমির মধ্যে ০৮ শতক জমি একই গ্রামের মোঃ অলির নিকট বিক্রি করার পর অবশিষ্ট ২০ শতক জমি মোঃ আদম আলী খাঁ এর নামে বর্তমান আর এস রেকর্ড ও নামজারি দেখা যায়।

উক্ত ২০ শতক জমির মালিক পুনরায় মোঃ অলির সংগে ৪,২০,০০০/-(চার লক্ষ বিশ হাজার) টাকা মূল্যে বিক্রির কথা সম্পূর্ণ হয়।
তন্মধ্যে মোঃ অলি ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বায়না দেওয়ার পরে অবশিষ্ট টাকা যে তারিখে পরিশোধ করে জমি দলিল করে নেয়ার কথা ছিল কিন্তু সেই তারিখে মোঃ অলি কোন টাকা দিতে পারেননি বিধায় মোঃ আদম আলী খাঁন বার বার বিষয়টি বলার পরে মোঃ অলি যখন অবশিষ্ট টাকা না দেয় তখন তার বায়নাকৃত টাকা ফেরৎ দিতে চাইলে মোঃ অলি কোন কথা কর্ণপাত না করে ফেরৎ নিবে বলে কালক্ষেপণ করতে থাকে।

পরবর্তিতে মোঃ অলি বায়নার টাকা ফেরৎ না নিয়ে অবৈধ ভাবে গায়ের জোরে মাটি দ্বারা জায়গা ভরাট করে জবর দখল করতে থাকে।
এ সময়ে আদম আলী ঘটনাস্হলে গিয়ে জায়গা ভরাটে বাধা প্রদান করে ।
মোঃ অলি তা অমান্য করে মাটি দ্বারা জায়গা ভরাট করতে থাকলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়, এতে কৃষি কর্মকর্তা মোঃ আদম আলী খাঁন সহ মোট চারজন আহত হয়েছে ।
আহত সবাই ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেলে তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

এই বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ মোঃ সৈকত হাসান জানান, মারামারি সংক্রান্ত আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ads

বগুড়ায় জমিজমা সংক্রান্ত জের ধরে কৃষি কর্মকর্তাকে মারপিট

আপডেট সময় : ০৯:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের চৌকিবাড়ি এলাকায় এক কৃষি কর্মকর্তা সহ তার পরিবারের উপর হামলা চালিয়ে আহত করেছে।

সরজমিনে জানা যায়, চৌকিবাড়ী মৌজা: ২৬০ খতিয়ান ২৪০০/৩১২০ দাগে চৌকিবাড়ী গ্রামের মৃত মকবুল খাঁর দলিলকৃত মোট ২৮ শতক জমির মধ্যে ০৮ শতক জমি একই গ্রামের মোঃ অলির নিকট বিক্রি করার পর অবশিষ্ট ২০ শতক জমি মোঃ আদম আলী খাঁ এর নামে বর্তমান আর এস রেকর্ড ও নামজারি দেখা যায়।

উক্ত ২০ শতক জমির মালিক পুনরায় মোঃ অলির সংগে ৪,২০,০০০/-(চার লক্ষ বিশ হাজার) টাকা মূল্যে বিক্রির কথা সম্পূর্ণ হয়।
তন্মধ্যে মোঃ অলি ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বায়না দেওয়ার পরে অবশিষ্ট টাকা যে তারিখে পরিশোধ করে জমি দলিল করে নেয়ার কথা ছিল কিন্তু সেই তারিখে মোঃ অলি কোন টাকা দিতে পারেননি বিধায় মোঃ আদম আলী খাঁন বার বার বিষয়টি বলার পরে মোঃ অলি যখন অবশিষ্ট টাকা না দেয় তখন তার বায়নাকৃত টাকা ফেরৎ দিতে চাইলে মোঃ অলি কোন কথা কর্ণপাত না করে ফেরৎ নিবে বলে কালক্ষেপণ করতে থাকে।

পরবর্তিতে মোঃ অলি বায়নার টাকা ফেরৎ না নিয়ে অবৈধ ভাবে গায়ের জোরে মাটি দ্বারা জায়গা ভরাট করে জবর দখল করতে থাকে।
এ সময়ে আদম আলী ঘটনাস্হলে গিয়ে জায়গা ভরাটে বাধা প্রদান করে ।
মোঃ অলি তা অমান্য করে মাটি দ্বারা জায়গা ভরাট করতে থাকলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়, এতে কৃষি কর্মকর্তা মোঃ আদম আলী খাঁন সহ মোট চারজন আহত হয়েছে ।
আহত সবাই ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেলে তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

এই বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ মোঃ সৈকত হাসান জানান, মারামারি সংক্রান্ত আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা হবে।