বগুড়ায় কনসার্টে ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় ১ গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৫৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে কনসার্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ৯ টার দিকে আজিজুল হক কলেজ ক্যাম্পাস এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এজাহার নামীয় এক নং আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী বগুড়া সদর থানাধীন জহুরুল নগর এলাকার মুঞ্জুর ইসলাম ডিউয়ের ছেলে রকি ২১। গ্রেফতারকৃত রকিকে জেলার শিবগঞ্জ থানাধীন বিহার হাট এলাকা থেকে ২৫ নভেম্বর ভোড় বেলা সদর থানার বিশেষ টিম গ্রেফতার করেন। নিহত মেহেদী শহরের মালগ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং থাই গ্লাসের মিস্ত্রি ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুল হক কলেজের দর্শন বিভাগের পুনর্মিলনীর অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে ক্যাম্পাসে কনসার্টের আয়োজন করে শিক্ষার্থীরা। কনসার্টকে কেন্দ্র করে কলেজ এলাকায় প্রচুর মানুষের সমাগম হয়। এরই মধ্যে সেখানে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর দুলাল হোসেন। তিনি আরও জানান, ওই দিন সন্ধ্যায় আজিজুল হক কলেজে কনসার্ট চলকালে। রাতে সেখানে নিহত মেহেদী ও গ্রেফতারকৃত রকি ও তার দলবলের সাথে পায়ে পা লাগার কারণে, তাদের ভিতরে বাকবিতন্ডা হয়। আর বাকবিতন্ডার এক পর্যায়ে মেহেদীকে ছুরিকাঘাত করে রকি ও তার দলবল। পড়ে মেহেদীকে স্থানীয়রা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন। গ্রেফতারকৃত রকিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার সাথে আরও অনেকেই জড়িত রয়েছেন খুব শিগগিরই জড়িতদেরকে গ্রেফতার করা হবে বলেও জানান, মেহেদী হত্যাকাণ্ডের মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর দুলাল হোসেন।