বগুড়ায় এক সাথে ৯ থানার ওসি বদলি
- আপডেট সময় : ১১:৪০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে
বগুড়ার ৯টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) একসঙ্গে বদলি ও পদায়ন করেছে বাংলাদেশ পুলিশ। প্রজ্ঞাপনে আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত কর্মস্থলে যোগ দেয়ার জন্য বলা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে পুলিশের অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বগুড়ার ৯টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহকে ৬ এপিবিএন, শেরপুর থানার ওসি রেজাউল করিমকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমি, সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহাকে টুরিস্ট পুলিশ, ধুনট থানার ওসি সৈকত হাসানকে পিবিআই, সারিয়াকান্দি থানার ওসি রবিউল ইসলামকে সিআইডি, আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তীকে সিআইডি, শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলামকে ৪ এপিবিএন বগুড়া, দুপচাঁচিয়া থানার ওসি সনাতন সরকারকে নৌ পুলিশ এবং নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজমকে নৌ পুলিশে বদলি-পদায়ন করা হয়েছে।