বগুড়ায় একই স্থানে দুই চেয়ারম্যান প্রার্থী সভা সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি
- আপডেট সময় : ০৫:৩৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে
বগুড়ার ধুনটে একই সময়ে একই স্থানে দুই উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক টি,আই,এম নুরুন্নবী তারিক (ঘোড়া মার্কা) ও আব্দুল হাই খোকন (মোটরসাইকেল) মার্কার নির্বাচনী সভা আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ ধারা জারি থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার ৩ জুন উপজেলার চিকাশি ইউনিয়নের জোড়শিমুল উচ্চ মাঠে এ নির্দেশ জারি করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক খান।
উপজেলা নির্বাহী অফিসার জানান, প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা একই সময়ে একই স্থানে সভা আহবান করে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় সোমবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
তিনি আরও বলেন, জোড়শিমুল উচ্চ বিদ্যালয় মাঠ তৎসংলগ্ন এলাকার মধ্যে জন নিরাপত্তার স্বার্থে সকল ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত ও মিছিলি-মিটিং সম্পূর্ণ অবৈধ ঘোষনা করা হলো। এ আদেশ অমান্য করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার হুশিয়ারিও দিয়েছেন তিনি।
উল্লেখ্য, উপজেলার জোড়শিমুল উচ্চ বিদ্যালয় মাঠে ঘোড়া প্রতীকের প্রার্থী অধ্যাপক টি,আই,এম নুরুন্নবী তারিকের জনসভা বিকেল ৩টায় হওয়ার কথা ছিল।অন্যদিকে একই মাঠ প্রাঙ্গনে একই সময়েই জনসভার ঘোষণা দিয়েছিলেন আরেক চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই খোকন।