বগুড়ায় আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালন হলো স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী
- আপডেট সময় : ০৭:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
বগুড়ায় আনন্দ উদ্দীপনার মধ্যে পালন হলো বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। সোমবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সংগঠনের জেলার আহবায়ক রাকিবুল ইসলাম শুভ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি মোশারফ হোসেন, ফজলুল বারী তালুকদার বেলাল, সহিদ উন নবী সালাম, খাদেমুল ইসলাম খাদেম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, স্বৈরাচার পতনের আন্দোলনে যারা মারা গেছেন, শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি। যারা রক্ত ঝড়িয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে তাদের প্রতি জানাই শ্রদ্ধা ও ভালবাসা।
আলোচনা সভা শেষে ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন করেন অতিথিরা। এরপর প্রতিষ্ঠা বার্ষিকী ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে বেরিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।