ফ্রান্সে সম্মাননা পেলেন তারকা দম্পতি অনন্ত-বর্ষা
- আপডেট সময় : ০৪:১৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল সপরিবারে বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন। সে দেশটির বিভিন্ন মনোরম দৃশ্য উপভোগ করছেন তারা। সেখানে বাংলা কমিনিটি থেকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে অনন্ত-বর্ষাকে। বিষয়টি নিশ্চিত করেছেন অনন্তর ‘কিলহিম’ সিনেমার নির্মাতা মোহাম্মদ ইকবাল।
তিনি বলেন, সম্প্রতি ফ্রান্সে গিয়েছেন অনন্ত-বর্ষা। সোনে তাদের বাংলাদশের কমিনিটি, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম সম্মাননা স্মারক প্রদান করেছে। বিষয়টি খুবই আনন্দের। চলচ্চিত্রের মানুষকে সবাই ভালোবাসে সম্মান দেয়। এটা আবারও প্রমাণ হলো।
নতুন সিনেমা নির্মাণের কথা জানতে চাইলে ইককবাল বলেন, খুব শিগগিরই এই জুটিকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেব বড় আয়োজনের মধ্যেমে। এখনই কোনো কিছু্ বলতে চাইছি না। কয়েকটা দিন অপেক্ষায় থাকতে হবে।
এদিকে, গত বছর ঈদে নিজস্ব প্রযোজনার বাইরে অনন্ত জলিলের ‘কিল হিম’ নামে সিনেমা মুক্তি পেয়েছিল। সিনেমা নির্মাণ করেছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। সিনেমাটি মুক্তির পর দর্শকদের প্রশংসায় ভাসেন অনন্ত জলিল ও বর্ষা। নতুন লুকে তাদের দারুণ মানিয়েছে এমন মন্তব্য করেন ভক্তরা। ‘কিল হিম’ সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন মোহাম্মদ ইকবাল।