প্রধানমন্ত্রীর আগমনের ডিউটিতে কর্মরত এএসআইয়ের গর্ভবতী স্ত্রীকে হাসপাতালে নিলেন ওসি!
- আপডেট সময় : ০৮:২৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ২০২ বার পড়া হয়েছে
পুলিশের প্রতি মানুষের অভিযোগের শেষ নেই অথচ বিপদে পরলে আবার সেই পুলিশেরই দারস্থ হন সাধারণ মানুষ। পুলিশের প্রতি নেগেটিভ ধারণা থেকে বের হতে না পেরে পুলিশের কাছ থেকে মানুষ দূরত্ব বজায় রেখে চলাকেই পছন্দ করেন।
তবে মানুষ যখন বিপদে পরে পুলিশের দারস্থ হন তখন পুলিশকে তার উপর অর্পিত দায়ীত্ব যথাযথ ভাবেই পালন করতে হয়। বাংলাদেশে পুলিশই একমাত্র সংগঠন যারা কিনা সপ্তাহে ৭ দিন দিনে ২৪ ঘন্টা মানুষের সেবায় বা ডিউটিতে নিয়োজিত থাকে।
শুক্রবার বিকালে রুটিন মাফিক মাননীয় প্রধানমন্ত্রীর আগমনের ভিআইপি ডিউটিতে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায় কর্মরত ছিলেন সিরাজদিখান থানার এএসআই রমজান। এদিকে এএসআই রমজান ডিউটিরত থাকাবস্থায় বিকাল ৩ টার দিকে তার স্ত্রীর প্রশব ব্যথা শুরু হয়। একদিকে সরকারী ডিউটি অন্যদিকে স্ত্রীর প্রশব ব্যথা।
ডিউটি রেখে স্ত্রীকে হাসপাতালে নেওয়াও যেন অসম্ভব। খবর পেয়ে ডিউটিরত এএসআই রমজানের স্ত্রীকে হাসপাতালে নিয়ে ভর্তি করালেন অফিসার ওসি মোঃ মুজাহিদুল ইসলাম সুমন। কুচিয়ামোড়া কলেজ গেট থেকে খানিকটা দূরে অবস্থিত নিমতলা মনোয়ারা হাসপাতালে এএসআই রমজানের স্ত্রীকে নিয়ে ভর্তি করেন তিনি।
সেখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম হয়। বিষয়টি একদিকে যেমন কষ্টের তেমনি আনন্দেরও বটে। এদিকে পুত্র সন্তান জন্মলাভের খবর পেয়ে খুশিতে আত্নহারা এএসআই রমজান। তিনি সিরাজদিখান থানার ওসি মোঃ মুজাহিদুল ইসলাম সুমনের মানবিকতার প্রশংসা করে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সদ্য ভুমিষ্ট এএসআই রমজানের সন্তানকে কোলে নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি ছবিও পোষ্ট করেছেন সিরাজদিখান থানার ওসি মোঃ মুজাহিদুল ইসলাম সুমন। ওই পোষ্টে অনেকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন।