প্রথম সেশনে উইকেট তুলতে ব্যর্থ টাইগাররা
- আপডেট সময় : ০২:১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি টাইগারদের। নতুন বলে উইকেট এনে দিতে ব্যর্থ শরিফুল-হাসানরা। তাই সাকিব-মিরাজকে বোলিং আনতে বাধ্য হন অধিনায়ক শান্ত। তবুও প্রথম সেশনের ২৯ ওভারে কোনো উইকেট তুলতে পারেনি সফরকারীরা। বিপরীতে ৯৮ রান খরচ করেছে তারা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৭০ ওভারে ২৫৬ রানে ব্যাট করছে পাকিস্তান। শাকিল ৮৬* রান এবং রিজওয়ান ৮৯ রানে অপরাজিত থেকে মধ্যাহ্নভোজে যান।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দ্বিতীয় দিনের নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই মাঠে নামে দুই দল। এদিন শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওয়ানডে মেজাজে রান তুলতে থাকেন রিজওয়ান। তাই ফিফটি তুলতে বেশি সময় নেননি এই ডানহাতি ব্যাটার।
দুজনের ব্যাটে ভর করে দ্বিতীয় দিনের প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ৯৮ রান তুলেছে পাকিস্তান। সেঞ্চুরির দ্বারপ্রান্তে রয়েছে দুই ব্যাটার।
এর আগে, প্রথম দিনে মাত্র ১৬ রানেই তিন উইকেট হারানোর পর সাউদ শাকিলকে সঙ্গে নিয়ে পাক শিবিরের হাল ধরেন ওপেনার সাইম আইয়ুব। দুজনের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। ফিফটি তোলার পর বেশিক্ষণ পিচে টিকতে পারেননি আইয়ুব। ৫৬ রান করে এই বাঁহাতি ওপেনারকে সাজঘরে ফেরান হাসান মাহমুদ।
তবে এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন শাকিল। তাকে সঙ্গ দেন মোহাম্মদ রিজওয়ান। দুজনের ব্যাটে ভর করে প্রথমদিনে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলছে পাকিস্তান।