ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ার সান্তাহারে ৭২ হাজার টাকার জাল নোটসহ একজন গ্রেপ্তার জেলা যুবলীগের আয়োজনে ইফতার বিতরণ আদমদীঘিতে স্বামী স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে মারপিট মামলায় আরো দুইজন গ্রেফতার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় একজন নিহত সিরাজদিখানে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে শিক্ষকদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুনট থিয়েটারের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ঔষধ বাজারে সয়লাব বিক্রি নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পলে সিরাজগঞ্জে বিশ্ব নাট্য দিবস পালিত মনন সাহিত্য সংগঠনের পাক্ষিক অধিবেশন এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় সিএনজি চালিত গাড়ির সিলিন্ডার রি-টেস্টিং শতভাগ নিশ্চিত করা সময়েরদাবী গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত প্রতারণার শিকার ১২জন দরিদ্র ভাতাভোগি ফিরিয়ে পেলেন হারানো টাকা              প্রতারণার শিকার ১২জন দরিদ্র ভাতাভোগি ফিরিয়ে পেলেন হারানো টাকা                                                                                                                                    ঝুঁকিপূর্ণ ডাকঘরে আতঙ্কে চলছে ডাকসেবা দীর্ঘ ২৪ বছর অবৈধভাবে চাকুরী করছেন সাতক্ষীরার এ্যাড. আব্দুর রহমান কলেজের ৫ শিক্ষক বগুড়া জেলা ছাত্রদলের কমিটিকে অভিনন্দন জানিয়ে ধুনটে ছাত্রদলের আনন্দ মিছিল গোমস্তাপুরে গভীর নলকূপ স্থাপনে বি এম ডি এর অনিয়ম। যদি জাতিকে, সমাজকে এগিয়ে নিতে চাই তাহলে সমস্যা গুলো খুঁজে বের করতে হবে-ঠাকুরগাঁওয়ে সারজিস আলম নওগাঁয় আমন ধানের সবুজ ক্ষেত দুলছে কৃষকের স্বপ্ন নওগাঁ ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসীজন্মগত পঙ্গু মানবেতার জীবনযাপন নওগাঁয় পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ নওগাঁয় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবীতে মানববন্ধন

পুলিশ পিটিয়ে উল্টো পুলিশের বিরুদ্ধে মামলা পুলিশ পেটানো মামলার প্রধান আসামীর!

মোহাম্মদ রোমান হাওলাদার, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ৭৭৭ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামী কর্তৃক ওসি মোঃ মোজাহিদুল ইসলাম সুমনসহ ৯ পুলিশ সদস্যকে আসামী করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

গত রবিবার দুপুরে কৌশলীর মাধ্যমে সিরাজদিখান থানার ওসিসহ থানায় কর্মরত ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে থানা হেফাজতে নির্যাতনের অভিযোগ এনে মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন পুলিশ পেটানো মামলার প্রধান আসামী আব্দুল বারেক। সে কুচিয়ামোড়া গ্রামের মৃত হাসেম বেপারীর ছেলে। দায়েরকৃত পিটিশন মামলা নং- ০১। মামলার অন্যন্য আসামীরা হলেন, সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোকতার হোসেন, এসআই রতন বৈরাগী, এসআই মোঃ লোকমান হোসেন, এসআই মোঃ মনোয়ার হোসেন, এসআই মোঃ সালাউদ্দিন, এএসআই মাঈনুল, এএসআই মোঃ আল আমীন হাওলাদার ও কনস্টেবল মোঃ মিজানুর রহমান।

জানা যায়,মামলাটি দায়েরের পর মামলার ঘটনার সত্যতা যাচাই করে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত। সেই সাথে ভুক্তভোগীর জখমের বিষয়ে সিভিল সার্জনকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় ও পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,গত ২২ এপ্রিল সন্ধ্যায় উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায় মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদের সমর্থক আবদুল বারেক গ্রুপ ও স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ারের সমর্থক কেয়াইন ইউপি চেয়ারম্যান আশরাফ আলী গ্রুপের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। দুই পক্ষের লোকজন সংঘর্ষের জন্য মারমুখি অবস্থান নিলে সিরাজদিখান থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আব্দুল বারেকসহ তার লোকজনের হামলায় ওসি মোঃ মোজাহিদুল ইসলাম নুমনসহ ৯ পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনায় সিরাজদিখান থানার এসআই লোকমান বাদী হয়ে আবদুল বারেককে প্রধান আসামীসহ ৩৪ জনকে এজাহার নামীয় ও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা করেন। যার নং- ১৮।

এ ব্যপারে বাদীপক্ষের কৌশলী জামাল হোসাইন জানান, পুলিশের ওপর হামলার অভিযোগে ২৩ এপ্রিল থানায় একটি মামলা করা হয়।

পরের দিন ওই মামলায় এজাহার নামীয় আসামি দেখিয়ে আবদুল বারেকসহ ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। ওই দিন রাতে গ্রেপ্তার কৃত ব্যক্তিদের থানায় এনে পুলিশ নির্যাতন করে। পরদিন গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতে পাঠানো হলে তাঁদের কারাগারে পাঠানো হয়। কৌশলী জামাল হোসাইন বলেন, জেল হাজতে থেকে আবদুল বারেক বাদী হয়ে রবিবার সিরাজদিখান থানার ওসি ও আট পুলিশ সদস্যের বিরুদ্ধে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে আদালতে মামলা করেন।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান বলেন, মামলার বিষয়টি আমি লোকমুখে শুনেছি। অফিসিয়ালি আমার কাছে মামলার বিষয়ে কোনো তথ্য নেই।

 

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ads

পুলিশ পিটিয়ে উল্টো পুলিশের বিরুদ্ধে মামলা পুলিশ পেটানো মামলার প্রধান আসামীর!

আপডেট সময় : ১১:৩১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামী কর্তৃক ওসি মোঃ মোজাহিদুল ইসলাম সুমনসহ ৯ পুলিশ সদস্যকে আসামী করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

গত রবিবার দুপুরে কৌশলীর মাধ্যমে সিরাজদিখান থানার ওসিসহ থানায় কর্মরত ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে থানা হেফাজতে নির্যাতনের অভিযোগ এনে মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন পুলিশ পেটানো মামলার প্রধান আসামী আব্দুল বারেক। সে কুচিয়ামোড়া গ্রামের মৃত হাসেম বেপারীর ছেলে। দায়েরকৃত পিটিশন মামলা নং- ০১। মামলার অন্যন্য আসামীরা হলেন, সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোকতার হোসেন, এসআই রতন বৈরাগী, এসআই মোঃ লোকমান হোসেন, এসআই মোঃ মনোয়ার হোসেন, এসআই মোঃ সালাউদ্দিন, এএসআই মাঈনুল, এএসআই মোঃ আল আমীন হাওলাদার ও কনস্টেবল মোঃ মিজানুর রহমান।

জানা যায়,মামলাটি দায়েরের পর মামলার ঘটনার সত্যতা যাচাই করে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত। সেই সাথে ভুক্তভোগীর জখমের বিষয়ে সিভিল সার্জনকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় ও পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,গত ২২ এপ্রিল সন্ধ্যায় উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায় মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদের সমর্থক আবদুল বারেক গ্রুপ ও স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ারের সমর্থক কেয়াইন ইউপি চেয়ারম্যান আশরাফ আলী গ্রুপের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। দুই পক্ষের লোকজন সংঘর্ষের জন্য মারমুখি অবস্থান নিলে সিরাজদিখান থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আব্দুল বারেকসহ তার লোকজনের হামলায় ওসি মোঃ মোজাহিদুল ইসলাম নুমনসহ ৯ পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনায় সিরাজদিখান থানার এসআই লোকমান বাদী হয়ে আবদুল বারেককে প্রধান আসামীসহ ৩৪ জনকে এজাহার নামীয় ও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা করেন। যার নং- ১৮।

এ ব্যপারে বাদীপক্ষের কৌশলী জামাল হোসাইন জানান, পুলিশের ওপর হামলার অভিযোগে ২৩ এপ্রিল থানায় একটি মামলা করা হয়।

পরের দিন ওই মামলায় এজাহার নামীয় আসামি দেখিয়ে আবদুল বারেকসহ ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। ওই দিন রাতে গ্রেপ্তার কৃত ব্যক্তিদের থানায় এনে পুলিশ নির্যাতন করে। পরদিন গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতে পাঠানো হলে তাঁদের কারাগারে পাঠানো হয়। কৌশলী জামাল হোসাইন বলেন, জেল হাজতে থেকে আবদুল বারেক বাদী হয়ে রবিবার সিরাজদিখান থানার ওসি ও আট পুলিশ সদস্যের বিরুদ্ধে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে আদালতে মামলা করেন।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান বলেন, মামলার বিষয়টি আমি লোকমুখে শুনেছি। অফিসিয়ালি আমার কাছে মামলার বিষয়ে কোনো তথ্য নেই।