পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে পালানো আসামি অবশেষে গ্রেফতার
- আপডেট সময় : ১২:১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুরে হ্যান্ডকাফ পড়া অবস্থায় পুলিশী হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ১২ ঘণ্টা পর আলম আলী (৩৫) নাম মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।
গত বুধবার (১০ জুলাই) পূর্বরাত তিনটার দিকে মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের মহিষবাথান এলাকা থেকে তাকে আটক করে। আলম আলী জেলার পোরশা উপজেলা সদরের নীতপুর বাঙ্গালপাড়া এলাকার সাহরাব আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, একটি মাদক মামলায় আলম আলীর দুই বছর কারাদণ্ডের আদেশ হয়। কোর্টের ওয়ারেন্টমূলে পোরশা থানা পুলিশ আলম আলীকে গত সোমবার দিবাগত রাতে তার বাড়ি থেকে আটক করে মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে যাত্রীবাহী বাসে করে নওগাঁ কোর্টে নিয়ে যাওয়ার জন্য রওনা দেন।
পথিমধ্য মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড পৌঁছালে আলম প্রকতির ডাকে সাড়া দেবার অজুহাতে পুলিশের কাছ থেকে এক হাতের হ্যান্ডকাপ খুলে নেন। অপর হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় সে কৌশলে পালিয় যায়।
এখবর ছড়িয়ে পড়লে পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়। থানা পুলিশ তাকে ফের আটক করার জন্য দিনভর সাঁড়াশি অভিযান চালায়। অবশেষে গভীর রাতে মহিষবাথান তার মামাবাড়ি এলাকা থেকে মহাদেবপুর থানায় এসআই জাহিদ আলমসহ সঙ্গীয় ফোর্স আটক করতে সক্ষম হন। বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান বুধবার দুপুরে তাকে নওগাঁ কোর্টে পাঠানা হয়।