পাবনায় চাটমোহরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৬:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে
পাবনার চাটমোহরে পিকনিকের নৌকা দেখতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আশরাফুল (৩)। সে উপজেলার বিলচলন ইউনিয়নের মহাজের পাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
আজ মঙ্গলবার (১৮ই জুন) সকাল ১০টার দিকে বিলচলন ইউনিয়নের মহাজেরপাড়া গুমানী নদী এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, গুমানি নদীতে পিকনিকের নৌকা গান বাজিয়ে যাচ্ছিল। এসময় কৌতহলবসত গ্রামের বেশ কয়েকটি শিশু নদীর পাড়ে সেই নৌকা দেখতে যায়। এসময় অসাবধানতায় শিশু আশরাফুল নদীর পানিতে পড়ে যায়। এসময় অন্য শিশুরা চিৎকার চেচামেচি শুরু করলে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিলচলন ইউনিয়নের চেয়ারম্যান আকতারুজ্জামান বলেন গুমানী নদীতে পিকনিকের নৌকা দেখতে গিয়ে পানিতে পড়ে মহাজের পাড়ার সাইদুল ইসলামের ৩ বছরের ছোট শিশু আশরাফুলের মৃত্যু হয়েছে।