পাঠদানের পাশাপাশি কো-কারিকুলামে দক্ষ করে তোলে বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ
- আপডেট সময় : ০৬:৪৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ২১ বার পড়া হয়েছে
প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করা, সত্যবাদী, সৎ ও চরিত্রবান করে গড়ে তোলা, দায়িত্ববোধ ও নৈতিকতা বোধ জাগ্রত করা, পারস্পারিক সহনশীলতা ও ত্যাগের বিনিময়ে সামাজিক সম্পর্ক স্থাপন করা, কর্তব্য পরায়ণ ও নিষ্ঠাবান নাগরিক গড়ে তোলা, পরিস্কার পরিচ্ছন্নতা, সমাজ ও জনসেবার প্রেরণা জাগিয়ে তোলে বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ। এছাড়া নৈতিক, সামাজিক, শারীরিক, মানসিক এবং বুদ্ধিবৃত্তি বিকাশে শিক্ষার্থীর জন্য সুযোগ সৃষ্টি করে থাকে। অভিজ্ঞ, দক্ষ, মেধাবী শিক্ষকমন্ডলী দ্বারা আন্তরিকতার সাথে শ্রেণি কক্ষে পাঠদান, কারিকুলাম হিসেবে সিলেবাস তৈরী ও বিষয়ভিত্তিক পাঠদান, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, অর্ধ-বার্ষিক, বার্ষিক, প্রাক-নির্বাচনী, নির্বাচনী পরীক্ষার পর সংশোধন ক্লাস করানো হয়। শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যায় আবদ্ধ না রেখে কো-কারিকুলাম ভিত্তিক বিষয়ক খেলাধূলা, শরীরচর্চা, নাচ, গান, কবিতা আবৃত্তি, ছবি আঁকা, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি চর্চা করানো হয়ে থাকে। শিক্ষার্থীদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করার লক্ষ্যে আধুনিক মানের লাইব্রেরি স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য শিক্ষা সফর ছাড়াও বার্ষিক বনভোজনের ব্যবস্থা করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে বদ্ধপরিকর এ প্রতিষ্ঠান। নান্দনিক পরিবেশে মেধা বিকাশে প্রতিষ্ঠানটি অন্যতম। শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার
আয়োজন করে থাকে। এছাড়া অত্যাধুনিক বিজ্ঞানাগার, নিজস্ব জেনারেটর দ্বারা সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহ, ছাত্র- ছাত্রীদের আলাদা ডেজ্ঞে ব্যবস্থা, ক্যান্টিনে নিরাপদ খাদ্য সরবরাহ, আন্তরিকতার সাথে পাঠদান,
অধ্যায় ভিত্তিক ক্লাস টেষ্টের ব্যবস্থা, গুরুত্বপূর্ণ প্রশ্নের হ্যান্ডনোট প্রদান, শিক্ষার্থীদের ফিঙ্গারের মাধ্যমে শতভাগ উপস্থিতি বাধ্যতামুলক ও নিরাপত্তা নিশ্চিতকরণে সিসি ক্যামেরা দ্বারা পাঠদান মনিটরিং করা হয়। সুদীর্ঘ চলার পথে অত্র প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল সুনাম ছড়িয়ে পড়েছে জেলার বৃত্ত ছাড়িয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। প্রতি বছর পিএসসি, জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জনের পাশাপাশি এ+ এবং বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।