পটুয়াখালীতে ড্রোনের মাধ্যমে ভূমি জরিপ বন্ধের দাবীতে কৃষকদের মানববন্ধন
- আপডেট সময় : ০৫:১৮:০০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
পটুয়াখালীতে ক্রটিযুক্ত হয়রানিমূলক ডিজিটাল (ড্রোন দ্বরা) ভূমি জরিপ বন্ধ করার জন্য সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ইটবাড়িয়া মৌজায় জেএল নং -৪০ এলাকার শত শত ভুক্তভোগী কৃষকদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন।
সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় পটুয়াখালী জেলার সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ইটবাড়িয়া মৌজায় জেএল নং -৪০ এলাকায় ক্রটিযুক্ত ডিজিটাল ভূমি জরিপ বন্ধ করার দাবীতে ইটবাড়িয়া দুই নম্বর ব্রিজ থেকে শত শত ভুক্তভোগী বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে মানববন্ধন করেন। ঘন্টাব্যাপী মানববন্ধনকালে ইটবাড়িয়া ইউনিয়নের ইটবাড়িয়া মৌজায় জেএল নং -৪০ এলাকায় ক্রুটিযুক্ত হয়রানিমূলক ডিজিটাল ভূমি জরিপ বন্ধ করার দাবীতে বক্তব্য রাখেন ভূক্তভোগী মো. ইউসুফ আলী তোতা, শাহ আলম গাজী, নাসির গাজী, গিয়াস উদ্দিন হাওলাদার, মো. নিয়াজ ফরাজী, মোশারেফ হোসেন, কামাল হাওলাদার, বাকি বিল্লাহ, নিয়াজ ফরাজী প্রমুখ।
বক্তারা বলেন বিগত সরকার সময় ২০২২ সালে ইটবাড়িয়া মৌজায় ড্রোন ম্যাপের মাধ্যমে ভূমি জরিপ কার্যক্রম পরিচালনায় নানাবিধ সমস্যার সৃষ্টি হওয়ায়, এ জরিপ কাজ বন্ধ করার দাবীতে ২০২৩ সালের ৭ এপ্রিল ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার শত শত মানুষ মানববন্ধন করা হয়। একই দাবীতে ২০২৩ সালের ২৫ মে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হলেও অজ্ঞাত কারনে ড্রোন ম্যাপের মাধ্যমে ক্রটিযুক্ত ভূমি জরিপ বন্ধ করা হয়নি। ড্রোন ম্যাপের মাধ্যমে জনগনকে বিভিন্ন প্রকার হয়রানি, জরিপ কর্মকর্তারা জরিপের নামে অবৈধভাবে অর্থ নিয়ে সঠিকভাবে আইল সীমানা না করে একজনের একদাগের জমি একাধিক দাগ সৃষ্টি এবং অন্যের নামে জরিপ কার্যক্রম চালাইতে থাকে। ড্রোন ম্যাপের সময় কোনধরনের প্রচার মাইকিং না করে ক্রটিযুক্ত জরিপ করে এলাকার শত শত মানুষকে জমি থেকে বঞ্চিত করেই ক্ষান্ত হয়নি। জরিপকারীরা অর্থের বিনিময়ে একজনের ভূমি অন্যজনের নামে রেকর্ড করায় এলাকায় গরীব মানুষের মধ্যে মারামারি, হানাহানি, মামলা মোকদ্দমায় মানুষ নিঃস্ব হচ্ছে, গরীব থেকে আরো গরীব হচ্ছে। তাই ক্রুটিযুক্ত ডিজিটাল ভূমি জরিপ বন্ধ করার জন্য জোর দাবী করেন বক্তারা।
পরে ভুক্তভোগী কয়েকজন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম এর কাছে উক্ত দাবী সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন। জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহন করে দাবী বিবেচনার আশ্বাস দেন।