নারীসহ আপত্তিকর অবস্থায় আটকের পরে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
- আপডেট সময় : ১১:৫৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ’র ড্রাইভার আব্দুল মতিনকে এক নারীসহ আপত্তিকর অবস্থায় আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আব্দুল মতিন নওগাঁর রানীনগর উপজেলার বাসিন্দা এবং একজন যুবলীগ নেতা বলে জানা গেছে। তিনি বেশকিছুদিন থেকে অত্র উপজেলায় মাষ্টাররোলে টিএইচএ’র কালো রংয়ের গাড়িটি চালাতেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে ওই ড্রাইভারের বাসা থেকে তাদেরকে আটক করা হয়। এরপর তাদের উভয়কে ছেড়ে দিয়ে বাসা সিলগালা করে দেওয়ার ঘটনায় অত্র এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিলগালা করারা বাসার দরজা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে টিএইচএ’র ড্রাইভার আব্দুল মতিন স্থানীয় এক পতিতা নারীকে তার বাসায় ডেকে নেয়। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাহির থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে দেয়। এরপর তালা খুলে তাদের আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। এরই এক পর্যায়ে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে তাদের উভয়কে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে নওগাঁ মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. তাসনিম হোসাইন আরিফ জানান বিষয়টি আমি শুনেছি। তবে এটি খুবই দুঃখজনক। এ বিষয়ে জানার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিজয় কুমার রায়কে একাধিকবার ফোন দিয়েও তিনি তার ফোনটি রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায় নি। এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমা জানান। বিষয়টি সম্পর্কে অবগত নয়। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থ গ্রহণ করা হবে। এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ লায়লা আঞ্জুমান বানু মুঠোফোনে জানান বিষয়টি নিয়ে আমাকে কেউ জানায়নি তাই এই বিষয়ে আমি অবগত নয়।