আজ নানা ভাই এর মৃত্যু বার্ষিকী
নানা ভাই এর কারনেই আজ আমি ধুমপান মুক্ত জীবনের অধিকারী
- আপডেট সময় : ০৪:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে
আজ নানা ভাই এর ২৮তম মৃত্যু বার্ষিকী। আজকের এই দিনে ৭ নভেম্বর শ্রদ্ধেয় নানা আব্দুল মজিদ তালুকদার বিদায় নিয়েছেন।নানা ভাই হৃদয়ের গভীর থেকে তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো। আজও মনে পড়ে এয়ারফোর্স বেইজে যোগাযোগ স্বল্পতার থাকার কারনে তোমার মৃত্যুর খবরটাও সময়মত না পেয়ে শেষ দেখা দেখতে পারি নাই। পারি নাই একমুঠো মাটি দিতে।
অথচ নানা ভাই ও আমার বাবা আজ কেউ নাই আমার পাশে। তার পরেই তোমরা দুুজন মানুষই ছিলেন -নিজ নিজ এলাকার জনমানুষের আস্থা আর বিশ^াসের। তাদের সফল কর্মেই তারা এখনও বেঁচে আছেন মানুষের হৃদয়ে। নিজের পরিচয়ে পরিচিত। যারা রাজনীতি না করেই নেতৃত্ব দিয়েছেন যুগের পর যুগ। সিরাজগঞ্জ মানেই নানা বাড়ি /মামা বাড়ি।এখনও তাদের পরিচয় দিয়েই পথ চলতে হয়।চলবে হয় তো বহুকাল…আজ খুব মনে পড়ছে নানা তোমার জন্যই আমি ম্মোকার(সিকারেট বা ধুমপানকারী) হই নাই বা হতে পারি নাই। সে কারনেই সমাজে আমি আন স্মার্ট ছেলে।
ঘটনা যা ঘটেছিলো:
ঘটনা যা ঘটেছিলো: মনেপড়ে ছোট বেলা ক্লাস ২ অথবা থ্রি তে পড়ি। একদিন নানা বাড়ির জানালা দিয়ে (বাবা তখনকার দিনে নেভি ব্রান্ডের সিগারেট) খেয়ে শেষ অংশটা জানালা দিয়ে ফেলেছিলো। আমি ফুল বাগানের পাশের্^ জানালা দিয়ে সিগারেট এর শেষ অংশটা তুলে মুখে দিতেই নানাভাই পিছন থেকে কলার ধরে টেনে হিচড়ে শ্রদ্ধেয় মা এর কাছে নিয়ে গেছেন। মা- অনেক গুলো পিটুনি দিয়ে নানা বাড়ির উঠানের শিম গাছের খুঁটির সাথে বেঁধে রেখেছিলেন প্রায় মধ্যরাত পর্যন্ত।
সেই থেকে আর কখনও সিগারেট/সিগারেট জাতীয় কোন কিছুই আর হাতে ওঠে নাই। বলতেই হয় ,বয়ষের ফাকে আবেগের ছলে বেদনা আড়াল করে , ক্লান্ত জীবন,বিবর্ণ জীবন-আশাহত হৃদয়,বিশ^াসভঙ্গ,সবকিছু ছাড়িয়েছি কিন্তুু আজ ও একবারের জন্য একটা সিগারেট ঠোট স্পর্শ করেনি।।
যদিও সঙ্গদোষে লোহা ভাষে তবে আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম আজ ও আছি। তাই কোন সঙ্গই আমার সিদ্ধান্তকে স্পর্শ করতে পারে নাই। তাই আবারও শ্রদ্ধা জানাই নানা ভাইকে। দোয়া রইলো নানা ভাই । নিশ্চয় মহান আল্লাহতায়ালা জান্নাত দান করবেন।
এস এম আমিনুল মোমিন
সম্পাদক/প্রকাশক
দৈনিক দৃষ্টি প্রতিদিন