নাচোলে ভিন্নধর্মীয় সম্প্রদায়ের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়
- আপডেট সময় : ০৩:৪৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গোৎসব উপলক্ষ্যে তাদের ধর্মীয় আয়োজনে নিরাপত্তাসহ সহযোগিতা প্রদানের লক্ষ্যে জামায়াতে ইসলামী নাচোল পৌরশাখার ওলামাদের সাথে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টায় নাচোল বেগম মহসীন ফাজিল ডিগ্রী মাদরাসায় এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
নাচোল পৌর জামায়াতের আমির মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর সম্ভাব্য এমপি প্রার্থী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব ড. মিজানুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির আবুজার গিফারি । অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ইয়াহ্ইয়া খালেদ, নাচোল পৌর নায়েবে আমির ডাঃ রফিকুল ইসলাম ও সেক্রেটারি খলিলুর রহমান এবং সহ-সেক্রেটারি ইসমাইল হোসেন। এসময় নাচোল পুজা উদযাপন কমিটির সভাপতি আশীষ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুধেন মাস্টারসহ হিন্দু সম্প্রদায়ের ৮০ জন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওইসময় জামায়াতের পৌর আমির মনিরুল ইসলামের উদ্যোগে উপজেলার ৮০জন হিন্দু সম্প্রদায়ের প্রধানের মাঝে পুজা সামগ্রী বিতরণ করা হয়।