নন্দীগ্রামে কাঠফাটা রোদে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ
- আপডেট সময় : ১০:২৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
বগুড়ার নন্দীগ্রামে প্রচণ্ড তাপদাহে অস্বস্তিতে থাকা দিনমজুর থেকে শুরু করে সকল শ্রেণিপেশার মানুষের হাতে বিশুদ্ধ পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। অসহনীয় গরমে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কর্মচঞ্চলতা। সবচেয়ে বেশি সংকটে পড়েছেন নিম্নআয়ের মানুষ। কাঠফাটা রোদে তৃষ্ণা মেটাতে শিক্ষার্থী, পথচারিসহ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান। এবার তাপদাহে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় মানুষের পাশে দাঁড়ালো বসুন্ধরা শুভসংঘ।
আজ সোমবার নন্দীগ্রাম শহরের বাসস্ট্যান্ডে চার শতাধিক খেটে-খাওয়া শ্রমজীবীদের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়। এসময় থানার ওসি (তদন্ত) মো. জামিরুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক শফি উদ্দিন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম, শুভসংঘ উপজেলা শাখার উপদেষ্টা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ কামাল ফারুক, শুভসংঘ উপজেলা শাখার সভাপতি হাকীম এমএ মান্নান, সাধারণ সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন, সদস্য শহিদুল ইসলাম, আবুল হোসেন উপস্থিত ছিলেন।
এর আগে শহরের পুরাতন বাজারে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ফটকের সামনে তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ করেন পৌর মেয়র মো. আনিছুর রহমান। এসময় উপজেলা আওয়ামী লীগ নেতা রাকিবুল হাসান রাজ্জাক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।