নদী পথেও চলছে চেকি, শিক্ষার্থীদের নিরাপত্তার চাদরে ঘেরা নদীপথ
- আপডেট সময় : ০৬:০০:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
সড়ক ,মহাসড়ক পাড়া মহল্লায় বাজার ঘাট থেকে শুর করে প্রতিটা স্তরেই অনিয়ম কে নিয়মের মধ্যে আনতে সুসংগঠিত হয়ে সারাদেশে কাজ করছে কোমলমতি শিক্ষার্থীরা। আজ রবিবার ১১আগষ্ট ৬দিন হলো বেশ প্রশংশনিয় ভাবে কাজ করছে তারা। কিন্তু নদী পথে দুস্কৃুতিকারীদের রুখেদিতে ছাত্রদের চেকপোষ্ট অনেকটাই ঝুকিপুর্ণ। তবুও তারা থেমেনেই ।
গতরাত শনিবার রাত ১০ টার দিকে রাজধানীর আশুলিয়া-গাবতলী বুড়িগঙ্গা নদীর দিয়াবাড়ি নদীর ঘাট এলাকায় দেখা পাওয়া যায় কয়েকজন ছাত্রের। নদীতে চলাচলের সময় কোন দৃস্কৃতিকারী সন্দেহ হলেই তারা চেক করছেন। সেই সাথে নদীতে নৌকা চলাচলে কোন চাঁদাবাজী অনিয়মের বিরুদ্ধে সোচ্ছার ভুমিকা পালন করতে দেখা গেছে। এলাকার কলেজ পড়–য়া মি.বাবুসহ তার সহকমীরা দৈনিক দৃষ্টি প্রতিদিন কে বলেন-বিভিন্ন থানায় লুট হওয়া অস্ত্রদিয়ে ডাকাতি সহ নানা অপকর্মে লিপ্ত হয়েছে দুস্কুতিকারীরা।
নদী পথে ছিনতাই ,ডাকাতি ও বালু বোঝাই নৌকা ও টলার গুলোকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সকল অনিয়মকে রুখেদিত আমরা দায়িত্ব পালন করছি। শৃঙ্খলা ফেরাতে সারাদিন কথা বলতে গিয়ে গলা বসে গেছে মি.বাবু বলেন- শৃঙ্খলা ফেরাতে সারাদিন কথা বলতে গিয়ে গলা বসে গেছে ।
নদী পথের যাত্রী মিরপুরের মনিপুর এলাকার বাসিন্দা মি.পাপলু দৃষ্টি প্রতিদিনকে বলেন-আমি এই ছাত্রদের কে কদিন আগেও দেখেছি বাবা-মায়ের হাতধরে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে। নিরাপত্তার প্রয়োজবোবা-মায়েরাও কোনভাবেই তার সন্তানকে মুহুতের জন্য ছাড়তে রাজি ছিলো না।
সময়ের প্রেক্ষাপটে আজ সেই ছাত্র সমাজই দেশ পরিচালনা অংশ গ্রহন করছে।এটাছাত্র সমাজের অর্জন।এবার তাদের প্রাতিষ্ঠানিক ও পারিবারিক শিক্ষার পাশাপাশি সামাজিক শিক্ষাটাও সরেজমিনে হলো। যা আগামিতে দেশ গঠনে ব্যপক ভুমিকা পালন করবে।