নওগায় কর্মস্থলে যাওয়ার সময়ে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত
- আপডেট সময় : ০৭:২৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে
নওগাঁয় বাস চাপায় ইসাহাক আলী মিঠু (৩০) নামের এক যুবক নিহত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০ টার দিকে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার পথে শহরের কাঠালতলি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মিঠু পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়াদ কলোনির ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মিঠু নওগাঁ শহরের ট্রাক টার্মিনাল এলাকায় একটি বেসরকারি অফিসে কর্মরত ছিলেন। প্রতিদিনের ন্যায় রোববার সকালে নিজ বাড়ি সান্তাহার থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে কাঠালতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে গুরুত্বর আহন হন মিঠু।
পরে স্থানীরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিঠুকে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।