নওগাঁ রাস্তার কালভার্ট ভাঙা দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী
- আপডেট সময় : ০৩:১৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে
নওগাঁর ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের টিএন্ডটি-টু-চকশব্দল এলাকার দূর্গাপুর (বান্দাদড়গা- মেন্দিচড়া) পাকা রাস্তার একটি ভাঙ্গা কালর্ভাট জনদূর্ভোগের কারণ হয়ে পড়েছে। অন্ধকার রাতে ওই রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীরা ভাঙ্গা কালর্ভাটের গর্তে পরে প্রায় দূর্ঘটনায় শিকার হচ্ছে। অথচ কর্তৃপক্ষ নিরব দর্শকের ভুমিকায়, দেখার কেউ নেই। জানাগেছে গত ১ মাসের অধিক সময় অতিবাহিত হয়ে গেছে ভাঙ্গা কালর্ভাট জনদূর্ভোগের কারণ হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে পাঁচ হাজারের ও অধিক পথচারী দিবারাত্রি যাতায়াত করে। এর পরেও কর্তৃপক্ষের ঘুম ভাঙ্গছেনা।
সরেজমিনে দেখা যায়, “দূর্গাপুর (বান্দাদড়গা- মেন্দিচড়া) রাস্তার কালভার্টটি ভাঙা”। বাহির হতে আসা অতিরিক্ত বোঝা বহনকারী যানবাহন ট্রাক, মেসি চলাচল করে ফলে ভেঙে যায়। তাই দূর্ঘটনা এড়াতে স্থানীয়রা ভাঙা অংশে বাঁশের কঞ্চি বিছিয়ে রেখেছে। এর পরেও কর্তৃপক্ষের কোন ভুরুক্ষেত নাই, নেই সংস্কারের চিন্তা, দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী, স্থানীয় বাসিন্দা মো: শরিফুল ইসলাম জানান এ পথে অনেক ভয়ে ভয়ে চলতে হয়, কালর্ভাটের গর্তে পরে হাত-পা ভেঙ্গাসহ মারাত্মক ক্ষতিকর সম্ভাবনা বিদ্যমান রহিয়াছে। বিশেষ করে যারা এ পথে নতুন আসে অন্ধকারে চলাচল করে তারাই বেশি দূর্ঘটনার শিকার হচ্ছে। এ পথ দিয়ে বাসুদেবপুর, চকশব্দল, খডয়ের বাড়ি, দাদনপুর, উত্তম দূরগাপুর ক্যাম্পের মোড় এবং চন্ডিপুরসহ ৭ টি গ্রামের মানুষের ভাঙ্গা কালর্ভাট জনদূর্ভোগের কারণ হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ এনে বলেন রাস্তা কালর্ভাট দিয়ে অধিক লোড বাহী গাড়ীর চাপে কালর্ভাটের রড ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়, কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে নতুন করে সংস্কারের দাবী জানান।