নওগাঁ -রাজশাহী মহাসড়কে তালগাছের চারা রোপণ করলেন -এমপি গামা
- আপডেট সময় : ০১:৩৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে
নওগাঁ -রাজশাহী মহাসড়কে দুই পাশে ৪০০টি তাল গাছের চারা রোপণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বজ্রপাত প্রতিরোধে মান্দা উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে এসব চারা রোপণ করা হয়েছে। এতে করে এক দিকে যেমন রাস্তাগুলো দৃষ্টি নন্দন হবে, অন্যদিকে স্থানীয়রা এ থেকে নানা সুবিধা ভোগ করতে পারবে। এ উপলক্ষে গত রোববার সকাল ১০ টায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে দুই পাশে ৪০০টি তাল গাছের চারা রোপণের উদ্বোধন করেন নওগাঁ-৪৯, মান্দা ৪ আসনের এমপি ব্রহানী সুলতান মাহমুদ গামা। এ সময় উপস্থিত ছিলেন,সিনিয়র সাংবাদিক ও সমাজ সেবক মাহমুদুল নবী বেলাল,মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন। ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌসুমি এবং স্থানীয়রা। এমপি ব্রহানী সুলতান মাহমুদ গামা বলেন, রাজশাহী- নওগাঁ মহাসড়কের দুই পাশে সারি সারি তালগাছের চারা রোপণ করা হয়েছে। বজ্রপাত থেকে রক্ষায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের অধীনে জেলার মহাসড়কের দুই পাশে তাল গাছের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়নের কাজ চলছে। এই গাছগুলো কৃষি সম্প্রসারণ থেকে স্থানীয়দের সহযোগিতায় রক্ষণাবেক্ষণ করা হবে। তালগাছ বড় হলে একদিকে এলাকায় বজ্রপাতরোধে ভূমিকা রাখবে অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। একইসঙ্গে সড়কের মাটি ক্ষয়, ঝড়-ঝাপটাসহ প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করবে।
এছাড়া স্থানীয় মানুষ এই গাছ থেকে অনেক সুবিধা পাবে। এ প্রকল্পের অধীনে পর্যায়ক্রমে আরও তাল গাছের চারা রোপণ করা হবে। উল্লেখ্য বাংলাদেশের শ্রেষ্ঠ বৃক্ষরোপণকারী (তালগাছ, বনজ ও ফলজ) জননেত্রী শেখ হাসিনার হাতে পদক প্রাপ্ত সাংবাদিক ও সমাজ সেবক নওগাঁর তাল বেলাল খ্যাত মাহমুদুন নবী বেলাল বলেন, মহাসড়কের দুই পাশে মাধ্যমে পর্যায়ক্রমে তালগাছের চারা রোপণ করায় আমরা খুশি। এই গাছগুলো বড় হলে মানুষ বজ্রপাত থেকে রক্ষা পাবে সেই সঙ্গে তাল গাছ থেকে জ্বালানি খড়ি, তাল ও রস পাবে। এর ছায়ায় আমরা বিশ্রাম নিতে পারব, পাখিরা নিরাপদ আশ্রয় পাবে, মহাসড়কে সুন্দর পরিবেশ সৃষ্টি হবে।