নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)কতৃীক ৬ মহিষ সহ একটা ট্রাক উদ্ধার
- আপডেট সময় : ০৩:৫৭:২১ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার নীতপুর সীমান্তে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেঃকর্ণেল মুহাম্মদ সাদিকুর রহমান পিপিএম, পিএসসি, পরিচালক ১৬ বিজিবি এর সরাসরি নেতৃত্বে , গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকশ দল, চোরাচালান এর অভিযোগে একজন আসামীসহ ০৬ টি মহিষ ও একটি স্যালো ইঞ্জিন চালিত ট্রাক আটক করতে সমর্থ হয়।
গত ৩০ নভেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ০৬০০ ঘটিকায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অন্তর্গত নওগাঁ জেলার পোরশা থানাধীন নীতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চলমান চোরাচালান রিরোধী অভিযান এর অংশ হিসেবে মহিষ চোরাচালানের বিষয়ে গোয়েন্দা তথ্য প্রাপ্তির পর সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ০৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেজোড় মোড় নামক স্থানে একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ভারতীয় ০৬ টি মহিষ (বড় আকৃতির) সহ মোঃ ফারুক হোসেন (৩১), পিতা- মোঃ সাইদুর রহমান, গ্রাম-সোভাপুর, ডাকঘর-নিতপুর, উপজেলা-পোরশা, জেলা- নওগাঁকে একটি স্যালো ইঞ্জিন চালিত গাড়িসহ আটক করে।উক্ত ধৃত ব্যক্তির ভাষ্যমতে মহিষগুলোর চোরাচালানের সাথে আরও ১০ (দশ) জন পলাতক চোরাকারবারী রয়েছে।
পলাতক চোরাকারবারীদের ধরার ব্যাপারে জোড় তৎপরতা চলমান আছে। ধৃত ব্যক্তি ও পলাতাক আসামীদের বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়ের এর কার্যক্রম এবং আটককৃত মহিষগুলো পত্নীতলা শুল্ক অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতেও উক্ত এলাকায় এই ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবি সদা তৎপর থাকবে।