নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাছানাত আলীকে সংবর্ধনা প্রদান
- আপডেট সময় : ১১:৩৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
বগুড়া সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসার প্রাক্তন কৃতি ছাত্র,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ড.মোহা.হাছানাত আলী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিযুক্ত হওয়ায় সরকারি মুস্তাফাবিয়া মাদরাসা এ্যালামনাই এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মুহাম্মাদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুহাম্মাদ আবু বকর ছিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি ড. মোহা.হাছানাত আলীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন প্রভাষক মাওলানা নূর আলম। ড. হাছানাত আলীর জীবন আলেখ্য তুলে ধরেন জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ মাসুদুর রহমান। সংবর্ধিত অতিথি এই দায়িত্ব লাভের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং যোগ্যতা,দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য সকলের দোয়া কামনা করেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাবি সাবেক ডীন অধ্যাপক ড.এফ এম এ এইচ তাকী, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসাইন, রাবি অধ্যাপক ড. মাহফুজুর রহমান আকন্দ, প্রফেসর আব্দুর রশীদ, অধ্যাপক এমদাদুল হক, অধ্যক্ষ আবু জাফর আলী, অধ্যক্ষ আব্দুল হাই বারী। এ ছাড়া আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ আ.ন.ম ইয়াহইয়া,অধ্যক্ষ রেজাউল বারী,অধ্যক্ষ এ এইচ এম মশিউল আলম,অধ্যক্ষ ইসমাইল হোসেন, অধ্যক্ষ এবিএম হাফিজুর রহমান, অধ্যক্ষ হাফেজ আব্দুল মান্নান, অধ্যাপক মাওলানা আবদুল বাছেত, অধ্যাপক হারুনুর রশীদ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, মাওলানা আনম আজিজুর রহমান, সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুস সাত্তার, প্রভাষক আজিজুল হক, মাওলানা মোস্তফা আল মাদানী ও ইলিয়াস হোসেন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুস শাকুর, অধ্যক্ষ মুজিবুর রহমান হেলাল, অধ্যক্ষ নাজমুল হক, উপাধ্যক্ষ আব্দুল হাদী, উপাধ্যক্ষ হারুনুর রশীদ, তালেবুর রহমান কিরন, মাওলানা গোলাম আজম, মাওলানা আবদুল মজিদ, আব্দুর রউফ, মোফাজ্জল হোসেন রন্জু, আতিয়ার রহমান, শাহ মোঃ নজিবুল্লাহ, মতিউর রহমান মল্লিক, আবু তাহের, সালমান ফারসি ,জুবায়ের আহমদ, মাওলানা আজিজুল হক, মোহাম্মাদ আহসান রবিন, রিফাত, প্রভাষক শাফিউল বাশার, অধ্যাপক শরিফুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন, মাওলানা মাকসুদ আল আজমী, মাওলানা রোকনুজ্জামান, মেহেদী হাসান, মোঃ আব্দুল ওয়াদুদ,শামিম সরকার, মো: আবুল হাসান, আসাদুল্লাহ আল গালিব ও আসাদুল্লাহ আল হাসিব প্রমুখ।