নওগাঁ বদলগাছিতে ৩ জন দস্যুকে গ্রেফতার করেছেন র্যাব-৫
- আপডেট সময় : ১২:২৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
গত (১ নভেম্বর) শুক্রবার ২০২৪ ইং তারিখ ভোর ৫ : ৪৫ ঘটিকায় নওগাঁ জেলার বদলগাছি থানাধীন দুধকুড়ি এলাকা হতে দস্যুতা চক্রের মূলহোতা সহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছেন র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গ্রেফতার কৃতরা হলেন নওগাঁ জেলার খাদাইল গ্রামের বদলগাছী থানার মৃত: নীল চাঁদ মন্ডল এর ছেলে মোঃ হেলাল হোসেন(৪২) এবং একই উপজেলার নন্দাহার গ্রামের, মৃত নীল চাঁদ মন্ডল এর ছেলে মোঃ হেলাল উদ্দিন(৪৪) এবং বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ছাতনী ( তালুকদার পাড়া) মো: মন্টু তালুকদার এর ছেলে, মোঃ কালাম তালুকদার(৩৬)। র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে
গ্রেফতারকৃত আসামী হেলাল নওগাঁ ও জয়পুরহাট জেলার দস্যুতা চক্রের মূলহোতা। এবং গ্রেফতারকৃত আসামিদের গত কাল শুক্রবার( ১ নভেম্বর) ২৪ ইং তারিখে ভোরবেলা বদলগাছি থানাধীন দুধকুড়ি নামক এলাকায় ইজি বাইকে যাত্রি বেশে থেকে হেলাল, হেলাল উদ্দিন, কালাম ও আবু হাসান ছোরার ভয় দেখিয়ে জোর পূর্বক ইজি বাইক ছিনিয়ে নেয় এবং ইজি বাইকের চালক খলিলুর রহমান কে আসামিরা রশি দিয়ে বেঁধে রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে দেয়। তার ডাক চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলের আশেপাশে চারজন দস্যুকে ঘিরে ফেলে। র্যাবের টহল দল ঘটনাস্থলে পৌঁছে
এলাকার জনগণ নিয়ে আসামী তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং একজন কৌশলে পালিয়ে যায়। এসময় র্যাব সদস্যর ঘটনা স্থল থেকে ছিনতাইকৃত ইজি বাইক উদ্ধার করা হয় এবং আসামিদের দস্যুতার কাজে ব্যবহৃত রশি এবং চারটি ছোরা উদ্ধার করা হয়।
যাহা আলামত হিসেবে জব্দ করা হয়। এবং দস্যুতা চক্রের পালিয়ে যাওয়া আসামিকে ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।