ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ার মাটিডালীতে ১হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ বগুড়া দুপচাঁচিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত আদমদীঘিতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন ধুনটে জনপ্রতিনিধির দলকে হারিয়ে উপজেলা প্রশাসন বিজয়ী ধুনটে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত ঠাকুরগাঁও সুগার মিলের ডোঙ্গায় আখ ফেলার মধ্য দিয়ে ৬৭তম মাড়াই মওসুমের শুরু নাচোলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সিরাজগঞ্জে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুলেল শ্রদ্ধা জানালো সিরাজগঞ্জ প্রেসক্লাব শহর বিএনপির আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নওগাঁ শহিদ বুদ্ধিজীবীদের স্বরণে মোমবাতি প্রজ্জ্বলন

নওগাঁয় সার্ভেয়ারাদের কর্মবিরতি অবস্থান ধর্মঘট

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে

 

নওগাঁয় দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়াররা। মঙ্গলবার সারা দেশের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তাঁরা। ‘বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের’ ব্যানারে পূর্ণ দিবসের এই কর্মবিরতি পালন করা হয়। কর্মসূচিতে জেলার ১১টি উপজেলার বিভিন্ন বিভাগের সার্ভেয়াররা অংশগ্রহণ করেন। সূত্রে জানা গেছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ১৯৮৭ সাল থেকে সব ডিপ্লোমার মতো তিন বছরমেয়াদি ডিপ্লোমা-ইন-সার্ভে শিক্ষাক্রম চালু হয়। পরবর্তী সময়ে কারিগরি শিক্ষার প্রসার ঘটিয়ে ২০০০ সাল থেকে সব ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমার মতো একই সঙ্গে চার বছরমেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি শিক্ষাক্রম চালু রয়েছে। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে মোট ৩৪টি টেকনোলজি রয়েছে
যার মধ্যে সার্ভেয়িংও রয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন অনুযায়ী, চার বছরমেয়াদি সব ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করাদের চাকরি বা দক্ষতার শ্রেণীকরণে মধ্যম সারির ব্যবস্থাপক বা সাব-অ্যাসিস্ট্যাস্ট ইঞ্জিনিয়ার সমতুল্য হিসেবে উল্লেখ রয়েছে। সরকারের সব মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় একমাত্র ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজির সার্ভে ডিপ্লোমা ছাড়া অন্য সব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দশম গ্রেডের বেতন স্কেলে নিয়োগ দেওয়া হয়। এসময় জেলার ধামইরহাট উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার অলোক বলেন, মঙ্গলবার পূর্ণ দিবস কর্মবিরতি চলবে। এই সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে। সরকার যখনই দাবি মেনে নেবে তখনই কাজে ফিরে যাবেন তাঁরা। দাবি পূরণ না হলে কাজে ফিরবেন না। এদিন সকাল থেকে নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিনব্যাপী কর্মসূচি পালন করেন সার্ভেয়াররা। এর আগে গত ১ অক্টোবর থেকে অবস্থান ও অর্ধদিবস ধর্মঘটসহ নানা কর্মসূচি পালন করে আসছেন তাঁরা। সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রফিকুল ইসলাম বলেন, ‘ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষ করে সবাইকে দশম গ্রেডে বেতন দেওয়া হলেও সার্ভেয়ারদের তা দেওয়া হয়নি। ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভায় দশম গ্রেডে উন্নীত করতে সুপারিশ করা হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। আমরা দ্রুত সময়ের মধ্যে বৈষম্যমুক্ত করে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত ও দশম গ্রেডে বেতন স্কেল দেওয়ার দাবি জানাচ্ছি।সার্ভেয়ার আতাউর রহমান বলেন, দেশের তিনটির বেশি ডিপ্লোমা প্রকৌশল বিভাগ রয়েছে। এর মধ্যে ৩১টি ডিপ্লোমা প্রকৌশল বিভাগ দশম গ্রেডে বেতন পাচ্ছেন। শুধু সার্ভেয়াররা বিভিন্ন দপ্তরে ১২, ১৩, ১৪ ও ১৬তম গ্রেডে বেতন পান। এর কারণে আমরা সামাজিকভাবেও হেয়প্রতিপন্ন হচ্ছি। বাংলাদেশে এই বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি বলেন, সারা দেশের সব জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই পূর্ণদিবস ধর্মঘট কর্মসূচি পালিত হচ্ছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।

 

 

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ads

নওগাঁয় সার্ভেয়ারাদের কর্মবিরতি অবস্থান ধর্মঘট

আপডেট সময় : ০৩:৫১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

 

নওগাঁয় দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়াররা। মঙ্গলবার সারা দেশের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তাঁরা। ‘বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের’ ব্যানারে পূর্ণ দিবসের এই কর্মবিরতি পালন করা হয়। কর্মসূচিতে জেলার ১১টি উপজেলার বিভিন্ন বিভাগের সার্ভেয়াররা অংশগ্রহণ করেন। সূত্রে জানা গেছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ১৯৮৭ সাল থেকে সব ডিপ্লোমার মতো তিন বছরমেয়াদি ডিপ্লোমা-ইন-সার্ভে শিক্ষাক্রম চালু হয়। পরবর্তী সময়ে কারিগরি শিক্ষার প্রসার ঘটিয়ে ২০০০ সাল থেকে সব ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমার মতো একই সঙ্গে চার বছরমেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি শিক্ষাক্রম চালু রয়েছে। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে মোট ৩৪টি টেকনোলজি রয়েছে
যার মধ্যে সার্ভেয়িংও রয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন অনুযায়ী, চার বছরমেয়াদি সব ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করাদের চাকরি বা দক্ষতার শ্রেণীকরণে মধ্যম সারির ব্যবস্থাপক বা সাব-অ্যাসিস্ট্যাস্ট ইঞ্জিনিয়ার সমতুল্য হিসেবে উল্লেখ রয়েছে। সরকারের সব মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় একমাত্র ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজির সার্ভে ডিপ্লোমা ছাড়া অন্য সব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দশম গ্রেডের বেতন স্কেলে নিয়োগ দেওয়া হয়। এসময় জেলার ধামইরহাট উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার অলোক বলেন, মঙ্গলবার পূর্ণ দিবস কর্মবিরতি চলবে। এই সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে। সরকার যখনই দাবি মেনে নেবে তখনই কাজে ফিরে যাবেন তাঁরা। দাবি পূরণ না হলে কাজে ফিরবেন না। এদিন সকাল থেকে নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিনব্যাপী কর্মসূচি পালন করেন সার্ভেয়াররা। এর আগে গত ১ অক্টোবর থেকে অবস্থান ও অর্ধদিবস ধর্মঘটসহ নানা কর্মসূচি পালন করে আসছেন তাঁরা। সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রফিকুল ইসলাম বলেন, ‘ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষ করে সবাইকে দশম গ্রেডে বেতন দেওয়া হলেও সার্ভেয়ারদের তা দেওয়া হয়নি। ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভায় দশম গ্রেডে উন্নীত করতে সুপারিশ করা হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। আমরা দ্রুত সময়ের মধ্যে বৈষম্যমুক্ত করে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত ও দশম গ্রেডে বেতন স্কেল দেওয়ার দাবি জানাচ্ছি।সার্ভেয়ার আতাউর রহমান বলেন, দেশের তিনটির বেশি ডিপ্লোমা প্রকৌশল বিভাগ রয়েছে। এর মধ্যে ৩১টি ডিপ্লোমা প্রকৌশল বিভাগ দশম গ্রেডে বেতন পাচ্ছেন। শুধু সার্ভেয়াররা বিভিন্ন দপ্তরে ১২, ১৩, ১৪ ও ১৬তম গ্রেডে বেতন পান। এর কারণে আমরা সামাজিকভাবেও হেয়প্রতিপন্ন হচ্ছি। বাংলাদেশে এই বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি বলেন, সারা দেশের সব জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই পূর্ণদিবস ধর্মঘট কর্মসূচি পালিত হচ্ছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।