নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ১ জন আহত – ২ জন
- আপডেট সময় : ১২:২০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ১১০ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল-নসিমুনের মুখোমুখি সংঘর্ষে শিমুল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এঘটনায় মোটরসাইকেলে থাকা আর ২ জন গুরুতর আহত হয়। বুধবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার চৌমাসিয়া নওহাটার মোড়ের পূর্ব দিকে চাংকুড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে নিহত শিমুল নওগাঁ সদর উপজেলার মধ্য-দূর্গাপুর গ্রামের শহিদুলের ছেলে। সে নওগাঁ শহরের দয়ালের মোড়ে হোটেল ব্যবসায়ী বলে জানা গেছে। স্থানীয়রা জানান, নিহত শিমুলসহ আরো দুই জন মোটরসাইকেল যোগে নওগাঁ থেকে কড়াই কেনার উদ্দেশ্যে নওহাটা মোড়ের দিকে যাচ্ছিলেন। পথেমধ্যে নওহাটার চাংকুড়ি মোড়ে পৌছালে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নওহাটা থেকে ছেড়ে আসা নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিমুল ঘটনাস্থলে নিহত হয় এবং আরো দুই জন মোটরসাইকেল আরোহী আহত হয়। দুইজনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা জন্য পাঠিয়ে দেয়। এ বিষয়ে নওগাঁ মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের লোকজন এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করেনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।